চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘ভালো কাজগুলো নীরবেই হয়!’

রাজধানীতে ‘কমলা রকেট’-এর দর্শক সন্তুষজনক

ফুটবল বিশ্বকাপ, ঈদ সব মিলিয়ে গোটা সপ্তাহজুড়েই দেশের মানুষ উৎসবে মেতে আছে। এরমধ্যে ঈদকে কেন্দ্র করে সারা দেশের প্রায় সাড়ে তিনশোর মতো প্রেক্ষাগৃহে চলছে নতুন পাঁচ চলচ্চিত্র। সময় মিলিয়ে যার যার রুচি অনুযায়ি বিভিন্ন প্রেক্ষাগৃহে গিয়ে দেখছেন পছন্দের সিনেমা। এরমধ্যে সবচেয়ে বেশী হাইপ তৈরি করেছে একেবারে তরুণ নির্মাতা রায়হান রাফীর পরিচালনায় ‘পোড়ামন ২’ এবং আশিকুর রহমান পরিচালিত ‘সুপার হিরো’ নামের ছবি দুটি।

ছবি দুটি দেশজুড়ে হল পেয়েছে শতাধিক। এছাড়া শাকিব খান অভিনীত আরো দুই ছবি ‘চিটাগাইংগ্যা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ এবং ‘পাঙ্কু জামাই’ হল পেয়েছে প্রায় দুই শতাধিক। ঈদের ছবি হিসেবে দর্শকের নাগালের মধ্যে এই চারটি ছবি। অথচ রাজধানীর মাত্র দুটি সিনেপ্লক্সে মুক্তি পেয়েছে আরেক তরুণ নির্মাতা নূর ইমরান মিঠুর প্রথম ছবি ‘কমলা রকেট’। কেমন চলছে ছবিটি?

রাজধানীর যমুনা ব্লকবাস্টার এবং বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে চলছে ‘কমলা রকেট’। ঈদের দিন থেকেই ছবিটি এই দুই সিনেপ্লেক্সে দুটি করে শো প্রদর্শনী করছে। খোঁজ নিয়ে জানা গেছে, ঈদের দিন সকালে যমুনা কিংবা স্টার সিনেপ্লেক্সে ‘কমলা রকেট’ দেখতে আসা দর্শকের সংখ্যা কম ছিলেও বিকালের শো’তে দর্শক ছিলো বেশ সন্তুষজনক। স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বলছে, ঈদের দ্বিতীয় দিন থেকে ‘কমলা রকেট’-এর দুটি শোতেই দর্শক ছিলো বেশ। এরমধ্যে ঈদের তৃতীয় দিনের বিকালের শো ছিলো রীতিমত হাউজফুল!

চতুর্থ দিনেও ‘কমলা রকেট’-এর দর্শক ছিলো সন্তুষজনক। এদিন দুপুরে অনলাইনে টিকেট কিনতে চেষ্টা করেও পাননি বলে জানান অনেকে।

এদিকে ‘পোড়ামন ২’ কিংবা ‘সুপার হিরো’ নিয়ে সোশাল মিডিয়ায় দর্শকের যে উন্মাদনা ‘কমলা রকেট’ নিয়ে তেমনটি চোখে পড়ছে না। তবুও কিছু কিছু মন্তব্য পাওয়া গেল ফেসবুকে। সিনেপ্লেক্সে বসে ‘কমলা রকেট’ দেখার পর এক দর্শক ছবিসহ ক্যাপশনে লিখলেন, ভালো কাজগুলো নীরবেই হয়!

নির্মাতা বলছেন, আমিও সিনেমাটা প্রচুর মানুষকে দেখাতে চাই। ঈদে সাধারণত ফর্মূলা ছবির আধিপত্যই বেশী থাকে। ইচ্ছে থাকলেও ‘কমলা রকেট’-এর মতো ছবি বেশী হলে দেয়া সম্ভব নয় এমন বড় উৎসবে। আশা করছি আগামী এক সপ্তাহ পর থেকে ছবিটি ঢাকার বাইরে যাবে।