চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভার্ডি-কেনদের হুমকি হতে পারে ‘রুশ যৌনতা’

বিশ্বকাপ উপভোগ করতে আসা পর্যটকদের শয্যাসঙ্গী হওয়া থেকে রাশিয়ান মেয়েদের দূরে থাকতে রুশ পার্লামেন্টেরিয়ানের হুশিয়ারী এসেছে একদিন আগে। এবার রুশ সুন্দরীদের ‘যৌন হুমকি’ থেকে দূরে থাকতে ইংল্যান্ড ফুটবলারদের জন্য সতর্কবার্তা দিল ইংলিশদের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। রাশিয়ার সংবাদ মাধ্যম স্পুটনিক ইন্টারন্যাশনাল জানাচ্ছে এমনটাই।

স্পুটনিক বলছে, ইংলিশদের ফুটবল অভিভাবকরা এরইমধ্যে ইয়ং-ভার্ডিদের রুশ সুন্দরীদের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। তাদের মতে, ‘রুশ তরুণীদের মোহনীয় সৌন্দর্য্য ক্ষতির কারণ হতে পারে। ফুটবলাররা সৌন্দর্যে বিভ্রান্ত হয়ে যৌনতায় জড়িয়ে যেতে পারেন। ভরা গ্রীষ্মে রাশিয়া বিশ্বকাপে যা ফুটবলারদের জন্য বড় ক্ষতির কারণ হয়ে উঠতে পারে।’

ইউনিভার্সিটি অব বাকিংহাম’র সেন্টার ফর সিকিউরিটি এন্ড ইন্টেলিজেন্সের পরিচালক ড. অ্যান্টনিও গ্লিচ ডেইলি এক্সপ্রেসকে দেয়া সাক্ষাতকারে বলেছেন, ‘অভিযোগ আছে যেকোনো বড় ম্যাচের আগে রুশ নারীরা ইংলিশদের কয়েকজন তারকা খেলোয়াড়কে তার্গেট করবে। তাদের সঙ্গে সম্পর্কে জড়াতে প্রলুব্ধ করবে। সবশেষে তাদের ব্ল্যাকমেইল করা হবে।’

‘আমি জানি এবারের বিশ্বকাপ জয়ের তেমন একটা সম্ভবনা নেই আমাদের। তারপরও যদি কখনো ভালোকিছু করার সম্ভবনা সৃষ্টি হয়, খাদ্যে বিষক্রিয়া, নেতৃত্বে সংকট সৃষ্টি, মধুচক্র, রুশ তরুণীদের দিয়ে ব্ল্যাকমেইল করার মতো অপচেষ্টায় তা আটকানোর চেষ্টা হতে পারে।’ -বলেন ড. অ্যান্টনিও।

এর আগে, রুশ কমিউনিস্ট পার্টির এমপি তামারা প্লেতনিওভা মস্কো রেডিওকে বলেছিলেন, ‘আমি জাতীয়তাবাদী নই। কিন্তু আমি বিশ্বাস করি যে, রুশ নারীদের বিভিন্ন দেশ থেকে আসা পুরুষদের সাথে যৌন সম্পর্ক করা থেকে বিরত থাকা উচিত। তা নাহলে তাদের সন্তানরা ভুগবে।’