চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ভারোত্তোলনে ব্যক্তিগত রেকর্ড গড়ে ষষ্ঠ মাবিয়া

অন্যরা যখন চূড়ান্তভাবে হতাশ করেছেন, তখন পদক না জিতলেও বাংলাদেশকে একটু স্বস্তি এনে দিয়েছেন ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। শনিবার মেয়েদের ৬৩ কেজি ওজন শ্রেণিতে অংশ নিয়ে তিনি ব্যক্তিগত রেকর্ড গড়ে ষষ্ঠ হয়েছেন তিনি। স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলে মাবিয়া মোট ১৮০ কেজি ওজন তোলেন।

এই ইভেন্টে তিনি সহ মোট ১৩ জন অংশ নিয়েছিলেন। এদিন স্ন্যাচ শ্রেণিতে দুইবারের সফল চেষ্টায় সর্বোচ্চ ৭৮ কেজি তুলেছেন মাবিয়া। আর ক্লিন অ্যান্ড জার্ক শ্রেণিতে দুইবারের সফল চেষ্টায় সর্বোচ্চ ১০২ কেজি তুলেছেন এই তারকা। দুই শ্রেণি মিলিয়ে মোট ১৮০ কেজি তার ব্যক্তিগত রেকর্ড। আগের সর্বোচ্চ ছিল ১৭৯ কেজি।

গতবছর আজারবাইজানে ইসলামিক সলিডারিটি গেমসে এই রেকর্ড গড়েছিলেন তিনি। সেবার স্ন্যাচ শ্রেণিতে ৭৮ কেজি তুললেও ক্লিন অ্যান্ড জার্কে তুলেছিলেন ১০১ কেজি।

কমনওয়েলথ গেমসে মাবিয়ার এই ইভেন্টে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক জিতেছেন যথাক্রমে কানাডার শ্যারন মউড, ইংল্যান্ডের জো স্মিথ ও সাউথ আফ্রিকার মোনা প্রিটোরিয়াস। তারা যথাক্রমে মোট ২২০ কেজি, ২০৭ কেজি ও ২০৬ কেজি ওজন তুলেছেন। শ্যারন ক্লিন অ্যান্ড জার্ক শ্রেণিতে সর্বোচ্চ ১২২ কেজি ওজন তুলেছেন, যা কমনওয়েলথ গেমসে একটি রেকর্ড।

এর আগে শুক্রবার ভারোত্তোলনের তিনটি ইভেন্টে অংশ নিয়েছিলেন বাংলাদেশের প্রতিযোগিরা। মেয়েদের ৫৩ কেজি ওজন শ্রেণিতে ১২ জনের মধ্যে ১২তম হয়েছিলেন ফুলপতি চাকমা। মেয়েদের ৫৮ কেজি ওজন শ্রেণিতে ১৪ জনের মধ্যে ১৩তম হন ফাহিমা আক্তার ময়না। এছাড়া ছেলেদের ৬৯ কেজি ওজন শ্রেণিতে সিমুল কান্তি কোনো স্থান অর্জন করতে পারেননি।