চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভারত-শ্রীলঙ্কার ম্যাচ ‘ব্যাটিং উইকেটে’

নিধাস ট্রফির উদ্বোধনী ম্যাচে ভারতের জন্য পাটা উইকেট বানিয়েছে শ্রীলঙ্কা। স্বাগতিকরা টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। পিচ রিপোর্টের সময় ব্রেট লি বলে গেছেন, উইকেট তার কাছে যারপরনাই ফ্ল্যাট মনে হয়েছে।

‘আমরা মজার একটি ম্যাচের অপেক্ষায়। সবুজ ঘাস ছেঁটে ফেলা হয়েছে। পিচ একদম ফ্ল্যাট মনে হচ্ছে। মনে হচ্ছে এটি ১৬০-১৭০ রানের উইকেট।’

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

শ্রীলঙ্কার ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভারত, বাংলাদেশকে নিয়ে নিধাস ট্রফি আয়োজন করছে দেশটির বোর্ড। ৪ ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস হলেও ৬ মার্চ এই টি-টুয়েন্টি টুর্নামেন্টটি শুরু হয়েছে। চলবে ১৮ তারিখ পর্যন্ত।

আট তারিখ বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। টুর্নামেন্টে মোট ম্যাচ হবে সাতটি। সবকটি বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। সাতটি ম্যাচ একই মাঠে, কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে।

ভারত একাদশ: রোহিত শর্মা, সুরেশ রায়না, মনিষ পাণ্ডে, দিনেশ কার্তিক, রিশভ পান্ট, ওয়াশিংটন সুন্দর, বিজয় শঙ্কর, শারদুল ঠাকুর, জয়দেব উনাদকাট, যুবেন্দ্র চাহাল।

শ্রীলঙ্কা একাদশ: উপুল থারাঙ্গা, দানুস্কা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, কুশল জেনিথ পেরেরা, দাসুন শানাকা, থিসারা পেরেরা, জীবন মেন্ডিস, আকিলা ধনঞ্জয়া, দুশমন্ত চামিরা, নুয়ান প্রদীপ।