চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভারত-উইন্ডিজ: ইতিহাস কী বলছে?

ওয়েস্ট ইন্ডিজের সেমিফাইনালের স্বপ্ন অনেকটাই ধূসর হয়ে গেছে। অসম্ভবকে সম্ভব করতে হলে শেষ তিন ম্যাচে জিতলেই হবে না, অন্য ম্যাচগুলোর ফলাফলও নিজেদের পক্ষে আসতে হবে তাদের। সেখানে নির্ভার ভারত। কোহলির দল এখন পর্যন্ত উড়ন্ত অবস্থাতেই আছে। বিপরীত মেরুর এ দুই দল হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে কয়েকঘণ্টা পরই। উইন্ডিজ যেখানে টিকে থাকার লক্ষ্যে নামবে, সেখানে ভারত নামবে জয় দিয়ে সেমিতে এক পা দিয়ে রাখার মিশনে।

নিজেদের ছয় ম্যাচের চারটিতে হেরে মাত্র তিন পয়েন্ট নিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে পড়া আফগানিস্তান ও সাউথ আফ্রিকার চেয়ে একধাপ উপরে আছে ওয়েস্ট ইন্ডিজ। আর পাঁচ ম্যাচের চারটিতে জিতে ও একটি পরিত্যক্ত ম্যাচের ভাগ করা পয়েন্ট মিলিয়ে ৯ জমিয়ে টেবিলের তিন নম্বরে অবস্থান ভারতের।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

দুই দলের মুখোমুখি লড়াইয়ে কিছুটা এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১২৬ বারের সাক্ষাতে ক্যারিবিয়ানদের ৬২ জয়ের বিপরীতে ভারত জিতেছে ৫৯ ম্যাচে। দুটি ম্যাচ টাই হয়েছে, তিনটি পরিত্যক্ত।

তবে বিশ্বকাপের পরিসংখ্যানে স্পষ্ট এগিয়ে রয়েছে ভারত। ৮ বারের সাক্ষাতে ভারতের পাঁচ জয়ের বিপরীতে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৩ ম্যাচে।

১৯৮৩ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতার পথে ফাইনালসহ ওই আসরে দুবার ওয়েস্ট ইন্ডিজকে হারায় ভারত। একই আসরে ভারতকেও একবার হারের স্বাদ দেয় ক্যারিবিয়ানরা। অন্যদিকে ১৯৭৯ সালে বিশ্বকাপের প্রথম সাক্ষাতে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর ১৯৯২ বিশ্বকাপেও জিতেছে তারা। তবে ১৯৯৬, ২০১১ এবং ২০১৫ বিশ্বকাপে জিতে এগিয়ে যায় দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া।

শেখর ধাওয়ান ইনজুরিতে পড়ায় ভারতের ব্যাটিং শক্তি কিছুটা দুর্বল হয়েছে। দুবারের চ্যাম্পিয়নদের মিডলঅর্ডার ছন্দে নেই। আফগানিস্তানের বিপক্ষে রান তুলতে সংগ্রাম করতে হয়েছে টিম ইন্ডিয়াকে। ফলে সম্ভাব্য সেমিফাইনালের আগে ব্যাটিং সমস্যা কাটিয়ে উঠতে মরিয়া থাকবে কোহলি দল।

বোলিং লাইন নিয়ে নির্ভারই রয়েছে ভারত। জাসপ্রিত বুমরাহ বরাবরের মতোই ছন্দে আছেন। ভুবনেশ্বর কুমারের ইনজুরিতে একাদশে ফেরা মোহাম্মদ সামিও রয়েছেন দুর্দান্ত ছন্দে। আফগানিস্তানের বিপক্ষে আগের ম্যাচে টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিক করেছেন এ ভারতীয় পেসার। ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী ব্যাটিং লাইন গুঁড়িয়ে দিতে তাই সামির দিকেও তাকিয়ে থাকবে দল।

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরুর পর টানা চার ম্যাচে হার ও বৃষ্টির কারণে একটি ম্যাচ পরিত্যক্ত হয় ওয়েস্ট ইন্ডিজের। ক্যারিবিয়ান বোলাররা এর মাঝেই ঝলক দেখিয়েছেন। ক্রিস গেইলরা যদি ব্যাটিংয়ে জ্বলে ওঠেন তবে ভারতকে কঠিন পরীক্ষাই দিতে হবে।

টিম নিউজ
মিডলঅর্ডারে বিজয় শঙ্কর আরেকটি সুযোগ পেতে যাচ্ছেন। যুজবেন্দ্র চাহালের জায়গায় একাদশে ঢুকতে পারেন রবীন্দ্র জাদেজা। ইনজুরি কাটিয়ে নেটে বোলিং করতে দেখা গেছে ভুবনেশ্বর কুমারকে। তবে দলের গুরুত্বপূর্ণ বোলারকে নিয়ে কোনো ঝুঁকি নেবে না টিম ইন্ডিয়া।

এভিন লুইসের ইনজুরির সমস্যা রয়েছে। তার জায়গায় সুনিল আমব্রিস একাদশে জায়গা পেতে পারেন। শ্যানন গ্যাব্রিয়েলকে বেঞ্চে বসিয়ে কেমার রোচকে মাঠে নামাতে পারে ওয়েস্ট ইন্ডিজ।

সম্ভাব্য একাদশ
ভারত: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, বিজয় শঙ্কর, এমএস ধোনি, হার্দিক পান্ডিয়া, কেদার যাদব, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল/রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সামি ও জাসপ্রিত বুমরাহ।

ওয়েস্ট ইন্ডিজ: ক্রিস গেইল, এভিন লুইস/সুনিল আমব্রিস, শাই হোপ, নিকোলাস পুরান, সিমরন হেটমায়ার, কার্লোস ব্র্যাথওয়েট, জেসন হোল্ডার, অ্যাশলে নার্শ, কেমার রোচ, শেলডন কটরেল ও ওশানে থমাস।