চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ভারতে আসছেন মার্ক জাকারবার্গ

ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ আগামী ২৮ অক্টোবর ভারতে আসছেন। দিল্লির টাউন হলে অনুষ্ঠিতব্য এক প্রশ্ন-উত্তর পর্বে অংশ নিতে আসছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিষ্ঠাতা।

ভারতে আসার খবর নিশ্চিত করে ফেসবুকে একটি পোস্টও দিয়েছেন জাকারবার্গ। ফেসবুকেও প্রশ্ন করার সুযোগ রাখা হয়েছে।

তবে মজার বিষয় হলো এখন পর্যন্ত ফেসবুকে যে কয়টি কমেন্ট করা হয়েছে সেখানে লাইকের ভিত্তিতে এগিয়ে রয়েছে ‘ ক্যান্ডি ক্রাশ গেম রিকোয়েস্ট কিভাবে বন্ধ করা যায়’ প্রশ্নটি!

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফেসবুক সদর দফতর পরিদর্শনের পর ১’শ ৩০ মিলিয়ন ফেসবুক ব্যবহারকারীর দেশে আসছেন জাকারবার্গ।