চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘অবৈধ বাংলাদেশি ভোটার’ নিয়ে ভারতীয় হাইকোর্টের উদ্বেগ

ভারতের নির্বাচনে ‘অবৈধ বাংলাদেশি’ অভিবাসীদের শনাক্ত করতে ব্যর্থ হওয়ায় আসাম সরকারকে ভর্ৎসনা করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। 

কেন্দ্রীয় সরকারের হিসেব অনুসারে, আসামে অন্তত ১ লাখ বাংলাদেশি অধিবাসী অবৈধভাবে বাস করছে। কিন্তু আসাম সরকার এদের মধ্যে মাত্র ৯০০ জনকে শনাক্ত করতে সক্ষম হয়েছে।

বাকি অভিবাসীরা কোথায় গেল –সেটি নিয়েই উদ্বেগ। অভিবাসীরা দেশটির নির্বাচনে এবং নির্বাচনী রাজনীতিতে বড় ধরণের প্রভাব ফেলতে পারে বলে ধারণা তাদের।

দেশটির প্রধান বিচারপতি রঞ্জন গোওই ,বিচারপতি দীপক গুপ্ত ও সঞ্জিব খান্না পৃথক পৃথকভাবে এ ব্যাপারে তাদের বক্তব্য জানিয়েছেন।

গেল বছরের ৩০ জুলাই আসাম থেকে কথিত অবৈধ বাংলাদেশি তাড়াতে এনআরসির চূড়ান্ত খসড়া প্রকাশ করা হয়।

এই বিতর্কিত তালিকা থেকে বাদ পড়েছিলেন আসামের প্রায় ৪০ লক্ষ নাগরিক। তাদের মধ্যে ৭০ হাজারকে অনুপ্রবেশকারী হিসেবে ক্যাম্পে রাখার নির্দেশ দেয়া হয়।