চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভারতের সাথে সীমান্ত ১৪ জুন পর্যন্ত বন্ধ

ভারতের সাথে দেশের ৩৬টি এলাকা দিয়ে চলাচল বন্ধের মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়ানো হয়েছে। রোববার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আগামী ১৪ জুন পর্যন্ত বন্ধ থাকবে সীমান্ত দিয়ে চলাচল। সীমান্তের ৫ জেলাকে লকডাউনের জন্য টেকনিক্যাল কমিটি যে সুপারিশ করেছে; তা পর্যবেক্ষণ করছে সরকার।

মন্ত্রী আরও বলেন, সংক্রমণের হার ৫ শতাংশে আসলে সেটাকে স্বাভাবিক বলা হয়। এখন সংক্রমণ ৯ শতাংশ। তাই এখনও করোনা সংক্রমণ স্বাভাবিক বলা যায় না।

তবে ভারত সীমান্তে চলাচল বন্ধ থাকলেও আমদানি–রপ্তানি ও অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

গত ২৬ এপ্রিল ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত ১৪ দিনের জন্য বন্ধ করা হয়।  সর্বশেষ তা বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করা হয়।