চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভারতের জন্য মার্কিন সামরিক কমান্ডের নাম পরিবর্তন

চীনকে চাপে ফেলতে ইন্দোনেশিয়ার সঙ্গে চুক্তি ভারতের

বিশ্ব রাজনীতিতে ভারতের গুরুত্ব বাড়ায় মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির সঙ্গে সুসম্পর্ক বাড়িয়ে চলছে। অন্যতম প্রতিদ্বন্দ্বি চীনকে চাপে রাখার কৌশল হিসেবে এবার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের সবচেয়ে বড় সামরিক কমান্ডের নাম পরিবর্তন করেছে যুক্তরাষ্ট্র।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটি জানিয়েছেন, ইউএস প্যাসিফিক কমান্ডকে এখন থেকে ইউএস-ইন্দো প্যাসিফিক-কমান্ড নামে ডাকা হবে।

এই কমান্ড মূলত এশিয়া অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করে। যার সদস্য সংখ্যা প্রায় ৩ লক্ষ ৭৫ হাজার।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের এমন উদ্যোগে চীনের সঙ্গে নতুন উত্তেজনা তৈরি হতে পারে। চীনও ওই অঞ্চলে সৈন্য বাড়ানোর কথা ভাবছে।

এদিকে বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদী এবং ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী জোকো উইদোদোর মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

যার আওতায় ভারত ও ইন্দোনেশিয়া ‘সাবাং’ নৌ বন্দর উন্নয়নে কাজ করবে। যাতে সুমাত্রা দ্বীপ দিয়ে মালাক্কা প্রণালীতে প্রবেশ পথ সহজ হয়।

তবে দুই দেশের এই চুক্তি মূলত চীনকে মোকাবিলার জন্য হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সম্প্রতি এই অঞ্চলে চীন তাদের সমুদ্রসীমা সম্প্রসারণ করছে। এই অবস্থায় ভারত এবং ইন্দোনেশিয়ার মধ্যে হওয়া চুক্তি মূলত চীনকে প্রতিহত করতেই হয়েছে।