চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভারতকে নেপালের হুঁশিয়ারি

‘দেয়ালে পিঠ ঠেকাবেন না’ বলে ভারতকে হুশিয়ারি দিয়েছে নেপাল। ভারত থেকে যদি পেট্রোলিয়াম ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসের আমদানি বন্ধ হয়, তবে নেপাল আরেক প্রতিবেশী চীনের সঙ্গে যোগাযোগ করার কথা ভাববে বলেও জানান ভারতে নিযুক্ত নেপালি রাষ্ট্রদূত।

নতুন সংবিধান ঘিরে মদেশীয়দের বিক্ষোভে ১১ দিন ধরে ভারত থেকে নেপালে পণ্য যাতায়াত বন্ধ ছিলো। যার পরিপেক্ষিতে এই হুমকি দেন রাষ্ট্রদূত দীপকুমার উপাধ্যায়।

নেপালের নতুন সংবিধানে ভারত সীমন্তবর্তী মদেশীয় ও থারু সম্প্রাদের প্রতি বৈষম্যের অভিযোগ উঠেছে। তা নিয়ে কাঠমান্ডুর কাছে ক্ষোভ জানিয়েছে নয়াদিল্লি।

নেপাল রাষ্ট্রদূত বলেন, ‘নেপালকে দেয়ালের দিকে ঠেলে দেয়া ঠিক নয়। কতো দিনে সরবরাহ স্বাভাবিক হবে, তা স্পষ্ট করা উচিত ভারতের।’

তিনি আরো বলেন, ‘ না হলে ভৌগোলিক অসুবিধা থাকলেও চীন সহ অন্য দেশগুলির কাছে যেতে হবে নেপালকে’।