চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বড় জয়ে সিরিজ নিশ্চিত করল নিউজিল্যান্ড

প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৭ উইকেটের জয়ের পর দ্বিতীয় ম্যাচেও ধারা বজায় রেখে সিরিজ নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। ডাচদের বিপক্ষে ১১৮ রানে জিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে টম ল্যাথামের দল।

হ্যামিল্টনে টসে জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠায় সফরকারী দল। ৩২ রানে কিউইদের ৫ উইকেট তুলে নিয়ে ডাচ অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক বলে প্রমাণ করেন ডাচ বোলাররা।

এরপরই উইকেটে দাঁড়িয়ে যান অধিনায়ক ল্যাথাম। ডগ ব্রেসওয়েলকে নিয়ে চাপ সামলে বড় সংগ্রহের পথে হাঁটেন। ব্রেসওয়েল ৫১ বলে ৪১ করে ফিরলেও ১২৩ বলে ১৪০ রান করে দলকে লড়াই করার ভিত গড়ে দেন ল্যাথাম। শেষ পর্যন্ত ৯ উইকেটে ২৬৪ রান জমা হয় বোর্ডে।

ডাচ বোলার লোগান ভ্যান বেক তুলেছেন কিউইদের ৪ ব্যাটারকে। ফ্রেড ক্লাসেন নিয়েছেন ৩ উইকেট।

জবাব দিতে নেমে ৪ রানে ২ উইকেট হারিয়ে কিউইদের মতো চাপে পড়ে ডাচরাও। এরপর বিক্রমজিৎ সিং ও বাস ডি লিড চাপ সামাল দিলেও ইনিংস বড় করতে পারেননি। দলীয় সর্বোচ্চ ৩৭ রান আসে লিডের ব্যাট থেকে। এরপর আর কোনো ব্যাটার প্রতিরোধ গড়তে না পারলে ১৪৬ রানে থামে পিটার সিলারের দল। ফলাফল ১১৮ রানের বড় জয়ে সিরিজ জয় নিশ্চিত হয় কিউইদের।

ডাচদের তিন ব্যাটারকে ফিরিয়েছেন কিউই বোলার মাইকেল ব্রেসওয়েল।

সিরিজের শেষ ম্যাচ আগামী ৪ এপ্রিল।