চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বড়রা না পারলেও পেরেছে ছোটরা

সিনিয়র টাইগারদের হতাশার দিনে সাউথ আফ্রিকা অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় পেয়েছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন জুনিয়র টাইগাররা।

এদিকে ‘হোম অব ক্রিকেটে’ সাউথ আফ্রিকানদের বিপক্ষে ৫২ রানের হতাশার হারের স্বাদ পায় মাশরাফির নেতৃত্বাধীন টিম টাইগার্স।

ডারবানের কিংসমিডে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার যুবা ক্রিকেট দলের অধিনায়ক। তার সিদ্ধান্ত সঠিক প্রমাণ করে মাত্র ১৮৪ রানেই প্রোটিয়া জুনিয়রদের আটকে দেয় রানা-হালিমরা।

আফ্রিকান অনুর্ধ্ব-১৯ দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন মুলডার। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন আব্দুল হালিম। ৭ ওভার বল করে খরচ করেন ২২ রান।

১৮৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩২ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় পায় জুনিয়র টাইগাররা।

বাংলাদেশের পক্ষে উদ্বোধনী জুটিতেই জয়রাজ শেখ ও পিনাক ঘোষ স্কোর বোর্ডে যোগ করেন ১৩৫ রান। জয়রাজ অর্ধশতক এবং পিনাক ৬০ রান করে আউট হন।

পরবর্তীতে ২০ রানের ব্যবধানে তারা ফিরে গেলেও নাজমুল হোসাইন ও মেহেদী হাসান মিরাজ দলতে জয়ের বন্দরে পৌঁছে দেন।

স্বাগতিকদের পক্ষে ১টি করে উইকেট নেন গ্যালিন ও ফক্সক্রফ্ট।