চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ব্রেক্সিট: যুক্তরাজ্যকে বাদ দিয়ে ইইউ’র সভা

ব্রেক্সিট নিয়ে যুক্তরাজ্যের সাথে দেনদরবার করতে ব্রাসেলসে আলোচনায় বসবে ইউরোপীয় ইউনিয়নের(ইইউ) দেশগুলো। তবে ইইউভুক্ত ২৭টি দেশ এতে অংশ নিলেও যুক্তরাজ্য থাকবে না বলে জানা গেছে।

ভবিষ্যৎ বাণিজ্য সম্পর্ক নিয়ে কোন আলোচনার আগে এই সভার সিদ্ধান্ত ইউ থেকে যুক্তরাজ্যকে আলাদা করার প্রক্রিয়ায়কে প্রভাবিত করবে। যদিও ৮ জুন যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের আগে ব্রেক্সিট বিষয়ে যুক্তরাজ্যের সাথে ইইউ কোন আনুষ্ঠানিক আলোচনা শুরু করবে না।

আবার যুক্তরাজ্য সরকার বলেছে, ভবিষ্যৎ বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনার ক্ষেত্রে তারাও বিলম্ব করবে না।

বিবিসি জানায়, যুক্তরাজ্যের সঙ্গে ইইউ এর ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে দেনদরবারের আগে ‘‘মানুষ, অর্থ এবং আয়ারল্যান্ড” নিয়ে চুক্তির বিষয়ে ইইউ এর ২৭টি দেশের নেতাদের চিঠিতে দিয়েছেন ইউরোপীয় কাউন্সিরের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক।

তার এই চিঠি ব্রেক্সিটের জন্য একটি অগ্রগামী ভূমিকা যা গত বৃহস্পতিবার ব্রেক্সিট বিষয়ে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের বলা কথার প্রতিধ্বনিও।

ইইউ থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়ার প্রধান শর্তগুলোর কোন অগ্রগতির যুক্তরাজ্যের সঙ্গে তারা ভবিষ্যৎ বাণিজ্য সম্পর্ক নিয়ে কোন আলোচনা করবে না বলে মেরকেল জানিয়েছেন।