চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ব্রাজিল, আর্জেন্টিনা নামছে রাতে

ক্লাব ফুটবলে চলছে আন্তর্জাতিক বিরতি। জাতীয় দলে ফিরে তারকারাও আলো ছড়াচ্ছেন। বেলজিয়াম, স্পেন, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, জার্মানির মতো জায়ান্ট দলগুলো নেমেছিল বৃহস্পতিবার রাতে। শুক্রবার নামছে ব্রাজিল, আর্জেন্টিনা।

শুক্রবার বাংলাদেশ সময় রাত ২টায় উরুগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। আর মেক্সিকোর বিপক্ষে নামবে আর্জেন্টিনা। ম্যাচ শুরু ভোর ৬টায়।

বিশ্বকাপের পর আর মাঠে নামেননি লিওনেল মেসি। অন্তর্বর্তীকালীন কোচ লিওনেল স্কালোনির অধীনে পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে আর্জেন্টিনা। মেসি এ ম্যাচেও থাকছেন না। তবে ঘরের মাঠে মেক্সিকোর ভালো পরীক্ষা নেবে আলবিসেলেস্তেরা। চার দিন পর একই সময় আরও একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।

সেখানে ব্রাজিল খেলবে উরুগুয়ের বিপক্ষে। লুইস সুয়ারেজ, এডিনসন কাভানিদের বিপক্ষে কৌতিনহো-নেইমারদের দলের মাঠের রোমাঞ্চই উপহার দেয়ার কথা। দুদলই দারুণ ফর্মে আছে। সঙ্গে লাতিন প্রতিবেশি দুইয়ের মহাদেশীয় লড়াইয়ের ইতিহাস তো সঙ্গী হচ্ছেই।

ব্রাজিল, আর্জেন্টিনার নামার রাতে নিজেদের মাঠে কোস্টারিকার বিপক্ষে খেলবে চিলি। নেদারল্যান্ডসের মাঠে নামবে বিশ্বসেরা ফ্রান্স। দুটি ম্যাচই শুরু রান পৌনে ২টায়।