চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ব্রাজিলের অন্তর্বতীকালীন প্রেসিডেন্ট মিশেল টিমার

ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফের অভিশংসনের কারণে নতুন অন্তর্বতীকালীন প্রেসিডেন্ট হয়েছেন মিশেল টিমার। নতুন দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্ট মানুষের মূল্যবোধ ও বিশ্বাসের ভিত্তিতে নতুন করে ভেঙে পড়া অর্থনীতি গড়ে তোলার কথা বলেছেন।

ব্যবসাবান্ধব একটি কেবিনেট গড়ে তোলার চেষ্টা করবেন বলেও জানান তিনি।

অবশ্য দিলমা রৌসেফ শুরু থেকেই তার এই অভিশংসনকে প্রহসনমূলক ও অন্তর্ঘাতমূলক হিসেবেই উল্লেখ করে আসছেন। মার্চে পার্টির উপর থেকে সমর্থন সরিয়ে নেওয়ার আগে ভাইস প্রেসিডেন্ট ছিলেন টিমার।

দুর্নীতির অভিযোগে অভিশংসন প্রস্তাব জানানো হয় ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফের বিরুদ্ধে। এরপরই দেশজুড়ে শুরু হয় তার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ।

ব্রাজিলের সংসদে অভিসংসনে দিলমা রৌসেফকে সরিয়ে নতুন প্রেসিডেন্টের হাতে দায়িত্ব অর্পণ করা হয়। আগামী ১৮০ দিনের জন্য প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন টিমার। এরই মধ্যে সম্পন্ন হবে রৌসেফের অভিশংসন ট্রায়াল।

প্রেসিডেন্টের দায়িত্ব পাওয়ার পর টিমার বলেন, শান্তি এবং একতা ফিরিয়ে আনা ব্রাজিলের জন্য খুব দরকারি। আমরা এমন এক সরকার গঠন করতে চাই, যা দেশকে রক্ষা করবে।