চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ব্যাট-বল রেখে ফ্যাক্টরিতে চিটাগং ভাইকিংস

পুরোপুরি ছুটির আমেজে একটি দিন পার করলো চিটাগং ভাইকিংস। ব্যাট-বল তুলে রেখে ক্রিকেটাররা সময় কাটিয়েছেন গাজীপুরে ডিবিএল এর ফ্যাক্টরি পরিদর্শন করে। তাদেরকে কাছে পেয়ে উল্লসিত ডিবিএল কর্মীরা শুভকামনা জানিয়েছেন ভাইকিংস পরিবারকে।

নিজেদের ‘ফ্র্যঞ্চাইজি ওনার’ ডিবিএল গ্রুপের নিজস্ব ফ্যাক্টরি পরিদর্শনে সকাল সকালই গাজীপুরের কাশিমপুরে পৌঁছে ভাইকিংসের টিম বাস। ব্যাট-প্যাড-বল-গ্লাভসের পরিবর্তে নিটিং, ডাইং, ফিনিশিং গার্মেন্ট শিল্পের এসব অজানা অধ্যায় কাছ থেকে দেখেছেন বিজয়, এনামুল, নাফিস, আজমলরা।

ক্রিকেটার এনামুল বলেন, এমন পরিবেশে আগে আসলে আমরা খেলাটা আরো ভালো খেলতে পারতাম। কিছু সময়ের জন্য ক্রিকেটারদের ক্রিকেটের বাইরের জগতে ঘুরিয়ে আনাই এমন সফরের উদ্দেশ্য, জানিয়েছেন চিটাগং ভাইকিংসের চেয়ারম্যান।

নিজেদের স্বপ্নের ক্রিকেটারদের কাছাকছি পেয়ে উল্লসিত ফ্যাক্টরির কর্মী-শ্রমিকরা। শেষ দুটি ম্যাচ দিয়ে বিপিএল এর সিজন থ্রি শেষ হচ্ছে ভাইকিংসের।

শেষটা ভালো করতে চান ক্রিকেটাররাও। ৮ ও ৯ ডিসেম্বর গ্রুপ পর্বে নিজেদের নবম ও শেষ ম্যাচে মাঠে নামবে চিটাগং ভাইকিংস।