চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ব্যাঙ্গালুরুর অধিনায়কত্ব থেকে কোহলিকে সরিয়ে দিতে বললেন গম্ভীর

আরও এক প্লে-অফ, আরও একবার শিরোপার স্বপ্ন দূরে ছিটকে যাওয়া রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর। শুক্রবার ২০২০ আইপিএল মিশনে ব্যাঙ্গালুরুর মিশনে পেরেক ঠুকে দিয়েছে সানরাইজার্স হায়দারবাদ, সঙ্গে যেন বিরাট কোহলির অধিনায়কত্বেও। আট বছর অধিনায়কত্ব করে দলটিকে সাফল্য এনে দিতে না পারায় কোহলিকে দলটির নেতৃত্ব থেকে সরিয়ে দিতে বলেছেন কলকাতা নাইট রাইডার্সকে দুইবার শিরোপা জেতানো গৌতম গম্ভীর।

২০১৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়কত্ব পান বিরাট কোহলি। এই আট বছরে তার হাত ধরে ব্যাঙ্গালুরুর সাফল্য কেবল ২০১৬ আসরে রানার্সআপ হওয়া। এরপরে ২০১৭ ও ২০১৯ সালে দলের অবস্থা ছিলো আরও করুণ, এ দুই বছরে কোহলির হাত ধরে একদম তলানিতে ছিলো ব্যাঙ্গালুরু। ২০১৮ সালে হয়েছিলো ষষ্ঠ।

২০২০ সালে প্লে-অফে উঠতে পারলেও ভাগ্যের ছোঁয়া পেয়েছে ব্যাঙ্গালুরু। রানরেটে এগিয়ে প্লে-অফে উঠে আবার হারিয়েও গেছে সেই সৌভাগ্য। এলিমিনেটরে কোহলিদের হেসেখেলে ৬ উইকেটে হারিয়েছে ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদ।

কোহলির হাত ধরে ব্যাঙ্গালুরুর এমন দশা হওয়ার পর তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া উচিৎ কিনা এমন প্রশ্নের জবাবে এক মুহূর্তও ভাবেননি গম্ভীর, ‘১০০%, কারণ এখানে আসল সমস্যাটা হচ্ছে জবাবদিহিতা। আট বছর শিরোপাহীনভাবে একটা টুর্নামেন্টে থাকা, আট বছর অনেক লম্বা একটা সময়। অধিনায়কের কথা ভুলে যান, আমাকে বলুন শিরোপা ছাড়া কোনো একজন খেলোয়াড় একটা দলে আট বছর খেলতে পারতো কিনা। জবাবদিহিতা থাকতে হবে। একজন অধিনায়ককে দায়টা নিতে হবে।’

‘বিরাট কোহলির সঙ্গে আমার কোনো ঝামেলা নেই কিন্তু কোনো একসময় তাকে হাত উঁচিয়ে বলতে হবে, আমি দায়ী। আমাকে জবাবদিহি করতে হবে।’

‘আট বছর অনেক লম্বা একটা সময়। দেখুন অশ্বিনের ক্ষেত্রে কি হয়েছে, দুই বছর সাফল্য না পাওয়ায় তাকে কিংস ইলেভেন পাঞ্জাবের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে কথা বলি, রোহিত শর্মাকে নিয়ে কথা বলি, কিন্তু বিরাট কোহলিকে সেভাবে কথা বলি না। ধোনি তিনবার আইপিএল জিতেছে, রোহিত জিতেছে চারবার। তারা এতদিন অধিনায়কের দায়িত্বে আছে কারণ তারা শিরোপা জিতেছে। আমি নিশ্চিত যদি রোহিত শর্মা যদি আট বছর শিরোপা না জিততো তাহলে তাকেও সরিয়ে দেওয়া হতো। একেক মানুষের জন্য একেকরকম মাপকাঠি রাখা ঠিক না।’