চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ব্যাংকক বিস্ফোরণের মূলহোতা বাংলাদেশে!

ব্যাংককে বোমা বিস্ফোরণের মূলহোতাকে ধরিয়ে দিতে বাংলাদেশের সহায়তা চেয়েছে থাইল্যান্ড। থাই মন্দিরে বোমা হামলার তদন্তকারীদের ধারণা ওই হামলার মূল পরিকল্পনাকারী আবু দুস্তার আবদুল রহমান ওরফে ইযান বাংলাদেশে পালিয়ে এসেছে। এজন্য আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের মাধ্যমে ঢাকার সহায়তা চেয়েছে ব্যাংকক।

থাই পুলিশ কর্মকর্তা পল জেন ছাকথিপ ছাইজিন্দার বরাত দিয়ে থাই সংবাদমাধ্যম দ্য নেশন জানায়, ব্যাংককে মন্দিরে বোমা বিস্ফোরণের মূল হোতা দুস্তার আবদুল রহমান ওরফে ইযান। চীনের এই নাগরিক বাংলাদেশে অবস্থান করছে বলে তদন্তকারীরা জানতে পেরেছেন।

ওই পুলিশ কর্মকর্তা জানান, ব্যাংককের ইরাওয়ান মন্দিরে বোমা হামলার মূলহোতাকে ফিরিয়ে আনতে এরইমধ্যে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশের সহায়তা চাওয়া হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে বাংলাদেশ পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গত ১৭ আগস্ট থাইল্যান্ডের রাজধানীর ইরাওয়ান নামের একটি মন্দিরে বোমা হামলায় ২১ জন নিহত হন। এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার না করলেও থাই তদন্তে চীনের উইঘুর মুসলিমদের জড়িত থাকার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।