চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ব্যাংককে বিষাক্ত ধোঁয়াশায় ৪শ’র বেশি স্কুল বন্ধ ঘোষণা

থাইল্যান্ডের ব্যাংককে বিষাক্ত বায়ু দূষণের কারণে ‘স্মগ’ বা ধোঁয়াশার ফলে ৪শ’রও বেশি স্কুল বন্ধ করে দিয়েছে সরকার। শিশুদের বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচাতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে।

দেশটির রাজধানীতে গত কয়েক মাস ধরেই তীব্র বায়ু দূষণ চলছে। যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজ, ফসল পোড়ানো এবং কল-কারখানা থেকে নির্গত বিষাক্ত পদার্থ মিলেই ব্যাংককে নজিরবিহীন এ বায়ু দূষণ দেখা দিয়েছে।

এই দূষণের ফলে পিএম২.৫ নামে অতিসূক্ষ্ম ধুলোকণা বাতাসে ছড়িয়ে পড়ে তা কুয়াশার মতো দূষণ বা স্মগের রূপ নিয়েছে। এই স্মগ বা ধোঁয়াশা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর।

বায়ু দূষণ কমাতে কৃত্রিম মেঘ দিয়ে বৃষ্টি নামানোর চেষ্টাসহ কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ নিলেও তা ব্যর্থ হয়েছে। যানবাহন চলাচল সীমিত করা, চীনা নববর্ষে ধূপ জ্বালানো এবং বাজি পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েও ফল হয়নি।