চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ব্যথিত রা‌ষ্ট্র, ল‌জ্জিত নাগ‌রিক

জনগ‌ণের ট্যা‌ক্সের টাকায় চলা বা‌হিনী দিয়ে সরকার যে দে‌শে মানুষ খুন ক‌রে। সেই খুনি রা‌ষ্ট্র অামার দেশ। যে দে‌শে অাইন-শৃঙ্খলা রক্ষায় নিযুক্ত বা‌হিনী হ‌বিগ‌ঞ্জের সাংবা‌দিক বা চট্রগ্রা‌মের অাইনজী‌বীর সহকারী ম‌তো নিরীহ নাগ‌রিক‌দের ইয়াবা ব্যবসায়ী বানায়, সেই লজ্জায় ফে‌লে দেয়‌া ক্ষমতাতন্ত্র অামার দেশ!

সরকারি খর‌চে নাগ‌রিক হত্যা, নাগ‌রিক নিপীড়‌ন, নাগ‌রিক অ‌ধিকার হর‌ণের সরকা‌রের কর্মকা‌ণ্ডে যে রা‌ষ্ট্রের লাখ লাখ মানুষ অাজ ল‌জ্জিত, ক্ষুব্ধ। তবু ফেসবু‌কের বাই‌রে তা‌দের কথা বলবার সু‌যে‌াগ নেই।
‌স্বাধীন দে‌শে অাজ মানু‌ষের স্বাভা‌বিক মৃত্যুর নিশ্চয়ত‌া নেই।

সেই ব্য‌থিত বা‌হিনী নিয়‌ন্ত্রিত গণতা‌ন্ত্রিক রা‌ষ্ট্রের ল‌জ্জিত নাগ‌রিক অা‌মি। যেখানে খুনী‌দের বিচারের জন্য শুধুমাত্র অাল্লাহর গজ‌বের উপর ভরসা কর‌তে হয় স্বজনহারা‌দের সেই পু‌লি‌শি রাষ্ট্র অামার দেশ। ‌এখা‌নে ত্রাস অার সন্ত্রাস সরকারি সংস্কৃ‌তি, সব সরকা‌রের অাম‌লেই।

এই ভয়াল উপত্যকার জন্য নিশ্চয়ই দেশটা স্বাধীন ক‌রেন‌নি অামা‌দের মু‌ক্তি‌যোদ্ধারা।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)