চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ব্যক্তিত্বের প্রতিফলন নেতৃত্বে রাখতে চান মাহমুদউল্লাহ

চট্টগ্রাম থেকে: সদা হাস্যোজ্জ্বল, শান্ত, মিষ্টভাষী, বিনয়ী, দায়িত্ব নিয়ে শতভাগ সিরিয়াস, প্রয়োজনে আবার কঠোরও। মাহমুদউল্লাহ রিয়াদের ব্যক্তিত্বের সঙ্গে মিলে যায় সবগুলো বিশেষণই। ব্যক্তিত্বের ভাল জিনিসগুলোর মধ্যে কোনটিকে অস্ত্র বানাবেন মাঠের নেতৃত্বে? টাইগারদের দশম টেস্ট অধিনায়ক হিসেবে নেমে পড়ার আগে মাঠে মেজাজ নিয়ন্ত্রণে রাখার উপর জোর দেয়ার কথাই বললেন রিয়াদ। শান্ত থেকে নিতে চান সঠিক সিদ্ধান্ত।

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হতে যাচ্ছে ‘টেস্ট অধিনায়ক’ মাহমুদউল্লাহর। সাকিব আল হাসানের চোট তাকে সুযোগ করে দিচ্ছে নতুন চ্যালেঞ্জ নেয়ার। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মাঠের খেলা, দল পরিচালনা, নতুন রোমাঞ্চ নিয়ে কথা বলেছেন রিয়াদ।

‘অধিনায়কত্বের বড় একটা কাজই হচ্ছে মাঠের মধ্যে দ্রুত অনেক সিদ্ধান্ত নিতে হয়। নিজে শান্ত থাকতে না পারলে সিদ্ধান্তগুলো এদিক-সেদিক হয়ে যেতে পারে। বিশ্বাস করি, নিজে শান্ত থাকলে সিদ্ধান্ত নিতে সহজ হবে। আমি সবসময় এটা করি। যখন ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্ব করি, যতটুকু পারি শান্ত থাকতে চেষ্টা করি। জিনিসটা সিদ্ধান্ত নিতে অনেক সাহায্য করে। সবসময় চেষ্টা থাকবে খেলোয়াড়দের অনুপ্রেরণা দেয়া, সঙ্গে চেষ্টা করবো যেন পারফরম্যান্স দিয়ে ওদের সাথে দায়িত্ব ভাগ করে নিতে পারি।’

জাতীয় দলে একজন ভাল ও দায়িত্ববান সতীর্থ হিসেবেই সকলে মাহমুদউল্লাহকে দেখে এসেছেন। এবার ভূমিকা বদলেছে। এখন দলের নেতা তিনি। ভূমিকা অনুযায়ী দরকার হলে ভিন্ন এক মাহমুদউল্লাহকেও দেখা যাবে। দেশের প্রয়োজনে কঠোর হতেও দ্বিধা করবেন না বলে জানালেন তিনি।

‘যখন আমার কাজে থাকবো, তখন কোনকিছুতে ছাড় দিবো না। যেভাবেই হোক দলকে যতটুকু সহায়তা করার, সেটা একটু কঠোর হয়ে হোক বা ভালভাবে অনুপ্রেরণা দিয়েই হোক; সবদিক থেকেই চেষ্টা করবো। আসল কথা হচ্ছে এটা বাংলাদেশ ক্রিকেট। দলকে ভালকিছু দিতে হবে। এটাই আমাদের দায়িত্ব, এটাই আমাদের কর্তব্য।’