চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন যেভাবে

ব্যক্তিখাতের দ্রুত বিকাশ, উৎপাদনশীল খাতে কর্মসংস্থান বৃদ্ধি এবং বেসরকারী উন্নয়ন সংস্থার কার্যক্রম বাংলাদেশেকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনে বড় ভূমিকা রেখেছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করা না গেলে উন্নয়নশীল দেশের যাত্রায় হোচট খেতে পারে। তবে এ সাফল্য ধরে রেখে আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশ হতে রপ্তানি বহুমূখীকরণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো ও কর্মসংস্থান নির্ভর প্রবৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।