চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বেশি দামে হজ ফ্লাইটের টিকিট বিক্রি: অভিযানে ভ্রাম্যমাণ আদালত

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে হজ ফ্লাইটের টিকিট বিক্রি করায় সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্টদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সকাল থেকে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলমের নেতৃত্বে নয়াপল্টন এলাকায় এ অভিযান চলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম বলেন: একটি  অসাধুচক্র হজযাত্রীদের কাছ থেকে টিকিট বাবদ বেশি টাকা হাতিয়ে নিচ্ছে। তাদেরকে ধরতেই এ অভিযান। ইতোমধ্যেই বেশ কয়েকটি এজিন্সির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এসব এজেন্সি হজযাত্রীদের কাছ থেকে প্রতিটি টিকিট বাবদ ২৫ থেকে ৩০ হাজার টাকা বেশি নিয়েছে বলে প্রমাণ মিলেছে।

হজ যাত্রীদের অভিযোগের ভিত্তিতে এজেন্সিগুলোর বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হচ্ছে বলে জানা গেছে। এখন পর্যন্ত বেশ কয়েকটি এজেন্সিতে অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা পেয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।