চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বেলজিয়ামের জয়, ক্রোয়েশিয়া-ইংল্যান্ড ড্র

রোমুলে লুকাকুর জোড়া গোলে উয়েফা নেশনস লিগের ম্যাচে সুইজারল্যান্ডকে হারিয়েছে বেলজিয়াম। শুক্রবার ঘরের মাঠে ২-১ ব্যবধানে জয়ের ফলে গ্রুপের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে গেছে বেলজিয়ানরা। লুকাকু-হ্যাজার্ডদের জয়ের রাতে আটকে গেছে ক্রোয়েশিয়া ও ইংল্যান্ড। দর্শকহীন ম্যাচে গোলশূন্য ড্র করেছে মদ্রিচ-কেনরা।

দুই ম্যাচ খেলে গ্রুপ-২তে ছয় পয়েন্ট নিয়ে সেরা অবস্থানে আছে বেলজিয়াম। দুই ম্যাচ খেলে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে সুইজারল্যান্ড। দুই ম্যাচ খেলে কোনো পয়েন্ট ছাড়া তৃতীয় তথা সবার নিচে অবস্থান করছে আইসল্যান্ড। আগের রাতেই তারা হারে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে।

এদিন বল দখলের লড়াইয়ে অবশ্য পিছিয়ে ছিল বেলজিয়াম। ম্যাচে ৪৮ শতাংশ বল নিয়ন্ত্রণে রাখে তারা। ৫২ শতাংশ ছিল সুইজারল্যান্ডের দখলে। বেলজিয়াম টার্গেটে শট নেয় সাতটি। সুইজারল্যান্ড টার্গেটে শট নেয় পাঁচটি।

ম্যাচে প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুর দিকে লিড নেয় বেলজিয়াম। ৫৮ মিনিটে গোলটি করেন লুকাকু। ৭৬ মিনিটে ম্যাচে ফেরে সুইজারল্যান্ড। গোলটি করেন মারিও গ্যাব্রানোভিচ। এর কিছুক্ষণ পর আবার এগিয়ে যায় বেলজিয়াম। ৮৪ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেড তারকা দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন।

এদিকে, গত জুন-জুলাইয়ে রাশিয়ায় অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের আসরে রানার্সআপ হয়েছিল ক্রোয়েশিয়া। আর সেমিফাইনালে খেলেছিল ইংল্যান্ড। বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল এই দুদল। ওই ম্যাচে ইংলিশদের ২-১ গোলে হারিয়েছিল ক্রোয়েশিয়া।

কিন্তু উয়েফা নেশনস লিগের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে ইংল্যান্ড। এই ড্রয়ের ফলে পয়েন্ট টেবিলে গ্রুপ-৪ এ এক পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ইংলিশরা। দুই ম্যাচ খেলে তারা একটিতে হেরেছে ও একটিতে ড্র করে।

অন্যদিকে, এক পয়েন্ট নিয়ে ক্রোয়েশিয়া আছে তৃতীয় অবস্থানে। তারাও দুই ম্যাচ খেলে একটিতে জিতেছে ও একটিতে হেরেছে। এই গ্রুপে সেরা অবস্থানে রয়েছে স্পেন। দুই ম্যাচ খেলে তারা দুইটিতেই জিতেছে।

ম্যাচে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল ইংল্যান্ড। ৫৪ শতাংশ বল দখল রাখে ইংলিশরা। স্বাগতিক ক্রোয়েশিয়ার দখলে ছিল ৪৬ শতাংশ সময়।

রাতের অন্য ম্যাচে নেদারল্যান্ডসকে ১-০ গোলে অস্ট্রিয়া, একই ব্যবধানে এস্তোনিয়াকে ফিনল্যান্ড এবং গ্রিসকে হারায় হাঙ্গেরি। লুক্সেমবার্গের বিরুদ্ধে ১-০ গোলে জিতেছে বেলারুশ। এছাড়া সান মেরিনোকে ২-০ গোলে হারায় মলদোভা।