চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ছবির সেটে ‘নো’ প্রসাধনী

জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক সৃজিত মুখার্জি বলিউডে তার যাত্রা শুরু করেছেন ‘বেগম জান’ ছবির মাধ্যমে। বাংলা ছবি ‘রাজ কাহিনী’র হিন্দি রিমেক ‘বেগম জান’। এই ছবির প্রতিটি চরিত্রের বাস্তবতা ফুটিয়ে তোলার জন্য খুব সচেতন থেকেছেন সৃজিত।

‘রাজ কাহিনী’র হিন্দি রিমেকে অভিনয় করছেন ৯ নারী। ছবিটি একটি পতিতালয়ের কাহিনী নিয়ে। দেশভাগের পটভূমির ওপর সেই পতিতালয়ের নারীদের কী অবস্থা হয়, সেটা দেখানোর চেষ্টা করেছেন সৃজিত। তাদের সৌন্দর্যের পাশাপাশি কষ্টও ফুটিয়ে তুলতে চেয়েছেন পরিচালক। তাই প্রসাধনীর ব্যবহারে খুবই সতর্ক ছিলেন তিনি। মেকআপ আর্টিস্টকে তিনি বলে দিয়েছেন একেবারেই কম মেকআপ করার জন্য। যখনই কেউ একটু বেশি মেকআপ করেছেন, তাকেই মেকআপ কমাতে বলেছেন তিনি। এজন্য শুটিংয়ের সেটে ব্যাগে করে প্রসাধনী নিয়ে আসাও নিষিদ্ধ ছিল। কারণ এতে শিল্পীরা লুকিয়ে বাড়তি মেকআপ করা সম্ভাবনা থাকে।

সৃজিত মুখার্জি বলেন, ‘শুটিংয়ে এটা নিয়ম হয়ে গিয়েছিল। আমি স্কুল শিক্ষকের মত প্রতিদিন সবার নখ আর মেকআপ পরীক্ষা করতাম। আমি ওয়েট টিস্যু নিয়ে বসে থাকতাম আর সবার বাড়তি মেকআপ মুছে দিতাম।’

‘বেগম জান’ ছবির মূল চরিত্রে অভিনয় করছেন বিদ্যা বালান। ১৪ এপ্রিল মুক্তি পাবে ছবিটি। টাইমস অব ইন্ডিয়া।