চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বৃহস্পতিবার রাতে নিশো-মেহজাবীনের ‘জন্মদাগ’

২২ বছরে চ্যানেল আই:

দেশের সম্প্রচার জগতের এক অনন্য নাম চ্যানেল আই। জনগণের আবেগ-অনুভূতি, আশা-আকাঙ্ক্ষা আর স্বপ্ন পূরণের পথযাত্রায় ২২ বছরে পদার্পণ করছে ১ অক্টোবর। আর এই বিশেষ দিন উপলক্ষে দিনভর চ্যানেল আইয়ের পর্দায় থাকছে দারুণ সব অনুষ্ঠান।

তারমধ্যে আছে দেশের ছোটপর্দার তারকা জুটি আফরান নিশো ও মেহজাবীন অভিনীত বিশেষ নাটক ‘জন্মদাগ’। চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৮টায় দেখানো হবে এটি।

ভিকি জাহেদের পরিচালনায় সম্প্রতি রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।

চ্যানেল আই অনলাইনকে ভিকি জাহেদ বলেন, ‘দাম্পত্য, রিলেশনশিপ নিয়েই নির্মিত হয়েছে ‘জন্মদাগ’। গল্পে একটু পর পর অতীত ও বর্তমান আসবে। এখানে নিশো-মেহজাবীন ছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ক করেছেন অর্ণব অন্তু।

পরিচালক বলেন, পার্টিকুলার একটা ঘটনা বারবার আসবে। তিনি বলেন, নিশো-মেহজাবীনের আগের সংসারে একটা সিরিয়াস ঘটনা ছিল। ওই ঘটনাই দর্শক ধরে রাখবে। সেটা দর্শক নাটক দেখলেই বুঝতে পারবেন।

চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে দেখানোয় উচ্ছ্বসিত এই তরুণ নির্মাতা। বললেন, এটা নিঃসন্দেহে আমার জন্য অত্যন্ত গর্বের।