চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নতুন নতুন এলাকা প্লাবিত

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে অব্যাহত বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলে সীমান্তবর্তী ৫টি উপজেলার বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। নতুন করে শান্তিগঞ্জ, দিরাই, শাল্লা ও জগন্নাথপুর উপজেলার নিম্নাঞ্চলে পানি বাড়ছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও জেলার সবকটি ছোট বড় নদ-নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানির প্রবল চাপে সুনামগঞ্জ-দোয়ারাবাজার সড়কের রামনগর ব্রীজ ভেঙে গেছে।চরম দুর্ভোগে দিনযাপন করছেন পানিবন্দী মানুষজন। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে বন্যাদূর্গত এলাকায়।

এখন পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় বন্যাকবলিত ব্যক্তিদের সহায়তার জন্য ১৫ মেট্রিক টন চাল, ২ লাখ ৫০ হাজার টাকা এবং ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় এক হাজার প্যাকেট খাদ্যসামগ্রী বরাদ্দ দেয়া হয়েছে।

জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন দোয়ারাবাজার ও ছাতকে ত্রাণ বিতরণ করেছেন।