চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘বৃক্ষবালক’ রিপনের প্রথম অপারেশন সম্পন্ন

 বৃক্ষবালক রিপনের প্রথম অপারেশন করা হয়েছে। মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুপুর বারোটা থেকে বেলা তিনটা পর্যন্ত অপারেশনটি করেন ডাক্তাররা।

অপারেশন শেষে ডাক্তাররা বলেছেন, রিপন ভালো আছে। প্রথমে এক হাতে অপারেশনের চিন্তা থাকলেও পরে তার দুই হাতেই অপারেশন হয়। তবে ডাক্তাররা জানিয়েছেন রিপনের রোগটি আবুলের চেয়ে ভিন্ন।

এসব তথ্য ফেসবুকে এক পোষ্টে জানিয়েছেন প্রবাসী সাংবাদিক ফজলুল বারী। রিপনের অসুস্থতার খবর জানতে পেরে তার দায়িত্ব নেন প্রিয় প্রজন্ম নামে একটি গ্রুপ। নিজেদের সাধ্যমতো সহায়তার হাত বাড়িয়ে দেয় আরো অনেকে।

বৃক্ষমানব আবুলের মতো বৃক্ষবালক রিপনের চিকিৎসাও হবে সরকারি খরচে। তবে এই সময়টায় পরিবারটির ম্যানেজমেন্ট ব্যয় সংকুলানের ব্যবস্থা দিতে চেষ্টা করছে প্রিয় প্রজন্ম। ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে একটি কেবিনের। 

চাইলে যে কেউ পরিবারটির জন্য সহায়তার হাত বাড়িয়ে দিতে পারেন। সাহায্য পাঠানোর ঠিকানাঃ মহেন্দ্র রাম, বিকাশ নাম্বারঃ 01797731692।