চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বুয়েটে তিন দিনব্যাপী ‘সত্যজিৎ উৎসব’

বাংলা সংস্কৃতিতে অসামান্য অবদান রাখা সত্যজিৎ রায়কে স্মরণ করে তিন দিনব্যাপী ‘সত্যজিৎ উৎসব’ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তিনটি ক্লাব।

১৬-১৮ নভেম্বর অনুষ্ঠিতব্য এই উৎসবে সৃজনের আনন্দে উৎসবে মেতে সত্যজিতের নানা অবদান সাড়ম্বরে স্মরণ করবে বুয়েট সাহিত্য সংসদ, বুয়েট ফিল্ম সোসাইটি এবং বুয়েট ব্রেইনিয়াকস।

উৎসবে থাকছে সাহিত্য কুইজ, সৃজনশীল রচনা প্রতিযোগিতা। সত্যজিৎ রায় প্রফেসর শঙ্কুর ‘ড্রেক্সেল আইল্যান্ডের ঘটনা’ গল্পটিকে অসমাপ্ত রেখে যান। প্রতিযোগীদের সেই গল্পটিকে সমাপ্ত করে পাঠাতে হবে ১৭ নভেম্বর দুপুর ১২টার মধ্যে । রচনার শব্দসীমা- ১৫০০ শব্দ।

আরও থাকছে বই রিভিউ। সত্যজিতের যে কোন বইয়ের রিভিউ লিখে পাঠানো যাবে ১৭ নভেম্বর দুপুর ১২ টার মধ্যে, শব্দসীমা- ১৫০০ শব্দ।

সত্যজিৎ উৎসবের আরেক আকর্ষণ সত্যজিতের চলচ্চিত্র প্রদর্শনী। এছাড়া থাকছে সত্যজিৎ প্রসঙ্গে নৃতাত্ত্বিক, সাহিত্যিক ও শিল্প সমালোচক মানস চৌধুরীর ভাবনা উপস্থাপন।

প্রতিযোগিতার প্রতিটি ক্ষেত্র জুনিয়র ও সিনিয়র ক্যাটাগরিতে সকলের জন্য উন্মুক্ত। দেশের যে কোন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন এই উৎসবে।

আরও বিস্তারিত জানতে ক্লিক করুন ‘সত্যজিৎ উৎসব’ এর ফেসবুক ইভেন্ট পাতায়-  clik