চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বুড়িগঙ্গার তীরে নির্মাণ করা হবে সীমানা প্রাচীর এবং ওয়াকওয়ে

বুড়িগঙ্গা নদী তীর স্থায়ী দখলমুক্ত রাখতে সীমানা প্রাচীর এবং ওয়াকওয়ে নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে বিআইডব্লিউটিএ। আবার যাতে কেউ দখল করতে না পারে সেজন্য উচ্ছেদ অভিযানের পরপরই এ কাজ শুরু হবে।

বুড়িগঙ্গা নদী পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে ধারাবাহিক অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। অভিযানে বড় বড় ভবন যেমন ভেঙ্গে গুড়িয়ে ফেলা হচ্ছে তেমনি, নদী থেকে ময়লা-আবর্জনা তুলে পরিষ্কার করা হচ্ছে।

সাধারণত স্থাপনা উচ্ছেদের কিছুদিনের মধ্যেই আবার দখল হয়ে যায়। এবারের বড় পরিসরের এই অভিযানের পর তেমন কিছু ঘটে কি-না তা নিয়ে চিন্তিত নদী প্রেমীরা।

স্থায়ীভাবে নদী পাড় দখলমুক্ত রাখতে এবার অভিযানের আগেই প্রকল্প হাতে নেয়া হয়েছে। উচ্ছেদের পরপরই শুরু হবে সীমানা পিলার এবং ওয়াকওয়ে নির্মাণের কাজ।

নদীর প্রবাহে সব বাধা অপসারণ করতে ধারাবাহিকভাবে এ অভিযান চালানোর কথা বলছে নৌ-পরিবহন মন্ত্রণালয়।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: