চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বুঝেশুনেই এগোতে চান ওয়ার্নার, জবাব দিতে মুখিয়ে বিজয়

ভারত টেস্ট র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান দল, তাদের বিপক্ষে আমরা বুঝেশুনেই খেলব- কথাটা ডেভিড ওয়ার্নারের। প্রথম টেস্টে দুর্দান্ত জয়ের পরও সাবধানী থাকছেন অস্ট্রেলিয়ার ওপেনার।

ব্যাঙ্গালুরুতে শনিবার শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার সিরিজের দ্বিতীয় টেস্ট। দু’দলের খেলোয়াড়রাই এখন অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন। প্রতিদিন মাঠে কয়েকঘণ্টা করে ঘাম ঝরাচ্ছেন কোহলি-ওয়ার্নাররা।

অজি ওপেনার অনুশীলনের ফাঁকে ক্রিকবাজকে জানিয়েছেন দ্বিতীয় টেস্ট নিয়ে সফরকারীদের পরিকল্পনার কথা। ভারতীয় দলকে সমীহ করে বলেছেন, ‘আমরা ভারতের মাটিতে টেস্ট জিতেছি, এটা অসাধারণ ব্যাপার। তবে আমরা জানি ভারত শক্তিশালী দল। তারা দ্বিতীয় টেস্টে পূর্ণশক্তি নিয়েই ফিরে আসবে।’

‘আমরা প্রথম টেস্টে জিতলেও ভারতীয় দলের পরিকল্পনাগুলো লক্ষ্য করেছি, বিশেষ করে ওদের বোলিং পরিবর্তন, ফিল্ডিং পরিবর্তন সব লক্ষ্য করেছি, সেটা সত্যিই ছিল নাম্বার ওয়ান দলের মতো পরিবর্তন। আমরা নিজেরাও সেভাবে তৈরি থাকছি।’ ওয়ার্নারের বিশ্লেষণ।

ব্যাঙ্গালুরুর উইকেটের প্রশংসা করে ওয়ার্নার বলেছেন, ‘এখানকার পিচ অসাধারণ, সব সময় ক্রীড়াবান্ধব হয়। মাঠটাও চমৎকার। সীমানা ছোট। সব মিলিয়ে স্পোর্টিং একটা ম্যাচ হবেই আশা করি।’

ওপেনিং সঙ্গী ম্যাট রেনশোকে নিয়েও উচ্ছ্বসিত ওয়ার্নার, ‘ও অসাধারণ ব্যাটসম্যান। উপমহাদেশের মাটিতে প্রথম খেলতে এসেই ফিফটি তুলে নিয়েছেন। সত্যিই অসাধারণ।’

অন্যদিকে ভারতের ওপেনার মুরালি বিজয় জানিয়েছেন দ্বিতীয় টেস্টটি আরো টেস্ট সুলভ হওয়ার কথা। নিজেদের ভুল ক্রুটি শুধরে নিতে কাজ করছেন বলে জানিয়েছেন তিনি, ‘আমরা বেশ কয়েকটা সেক্টর নিয়ে অনুশীলনে কাজ করেছি। আমরা সব কিছু নতুনভাবে শুরু করতে চাই। আশা করছি অস্ট্রেলিয়াকে ভালো কিছু জবাব দিতে পারব।’

নিজের ব্যাটিং টেকনিক নিয়ে বিজয় বলেন, ‘এতকিছু চিন্তা করছি না, দলের প্রয়োজনে নিজেকে মেলে ধরতে চাই। তবে যে শটগুলোয় আমি পরাস্ত হয়েছি, ওগুলো নিয়ে অনুশীলন করেছি।’