চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিসিএলের ফাইনাল পাঁচ দিনের

আন্তর্জাতিক ক্রিকেটে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় আইসিসির ‘চার দিনের টেস্ট’ ভাবনা। পক্ষে-বিপক্ষে আসছে নানা মত। এরইমধ্যে দারুণ এক উদাহরণ সৃষ্টি করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনাল ম্যাচ পাঁচ দিনের করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট হতো চার দিনের। এবারই প্রথম পাঁচ দিনের ম্যাচ মাঠে গড়াবে। ২২ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে ফাইনাল। টুর্নামেন্টের দুই ফাইনালিস্ট এখনো চূড়ান্ত হয়নি। কক্সবাজারে চলছে তৃতীয় ও শেষ রাউন্ডের খেলা।

বিসিএলের ফাইনালের দিনে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট। ১৬ সদস্যসের টাইগার স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ম্যাচের আগে স্কোয়াড কমে নামবে ১৩তে। বাদ পড়া ক্রিকেটারদের দল বিসিএলের ফাইনালে উঠলে তারা সেখানে খেলবেন।