চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিশ্বের সবচেয়ে বড় খেজুর বাগান ‘রাজেহী’

মধ্য সৌদি আরবের আল-কাসীম প্রদেশের রাজধানী বুরাইদা শহরে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় খেজুর বাগান।

এর আয়তন প্রায় ৫ হাজার ৪৬৬ হেক্টর এবং ৪৫ প্রকারের খেজুর উৎপাদিত হয়।

বাগানটির মালিক শেখ সালেহ বিন আবদুল আযীয রাজেহী। তার নামানুসারেই বাগানের নাম রাখা হয়েছে ‘রাজেহী বাগান’।

১৯৯০ সালের দিকে বাগানটিতে খেজুরের সঙ্গে গম ও তরমুজও উৎপাদন করা হতো। ১৯৯৩ সাল থেকে শুধুমাত্র খেজুর উৎপাদন শুরু হয়।

আশ্চর্যের ব্যাপার হলো, বিশ্বের সবচেয়ে বড় এই খেজুর বাগানের কোনো খেজুরই বিক্রি করা হয় না। এই বাগানের পুরো উৎপাদনই আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দেয়া হয়েছে।

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত