চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘বিশ্বসুন্দরী’র গুরুত্বপূর্ণ চরিত্রে আজম খান

জনপ্রিয় নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’ ছবিতে অভিনয় করলেন ছোটপর্দার পরিচিত মুখ আজম খান। সিয়াম-পরীমনি জুটির এ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আজম খানকে। ১১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ছবিটি।

নির্মাতা সূত্রে জানা যায়, ঢাকাসহ দেশের সবগুলো সিনেপ্লেক্সে এবং অন্যান্য প্রেক্ষাগৃহেও চলবে বিশ্বসুন্দরী।

জুই নিবেদিত সান মিউজিক এন্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘বিশ্বসুন্দরী’র কাহিনী, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন রুম্মান রশিদ খান। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন চম্পা, আলমগীর, মনিরা মিঠু, ফজলুর রহমান বাবু, আনন্দ খালেদ, হীরা, সুজন, সীমান্ত প্রমুখ।

এর আগে গোলাম সোহরাব দোদুলের ‘সাপলুডু’ ছবিতে কাজ করেছিলেন আজম খান। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের একজন অফিসারের চরিত্র ছিল তার। এ বছর আরও দুইটি ছবিতে কাজ করছেন তিনি। ছবি দুটি হচ্ছে বন্ধন বিশ্বাসের ‘ছায়াবৃক্ষ’ এবং রায়হান রাফির ‘দামাল’।

‘বিশ্বসুন্দরী’ ছবির পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, ছবি মুক্তির আগে চরিত্র বলে দিয়ে চমক নষ্ট করতে চাই না। এতে সবার চরিত্র গুরুত্বপূর্ণ। কাউকে অযথা রাখিনি। আজম ভাইয়ের চরিত্রটিও সুন্দর এবং গুরুত্বপূর্ণ। উনি চমৎকার অভিনয় করেছেন।

২০১৫ সালে শোবিজে প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন আজম খান। শখ থেকে অভিনয় করতে এসে এখন নিয়মিত কাজ করছেন নাটক, টেলিফিল্ম আর বিজ্ঞাপনে।