চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিশ্বব্যাপী সাইবার হামলা ঠেকানোর উপায় আবিষ্কার

গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে সাইবার হামলায় আতঙ্ক সৃষ্টি করা সফটওয়্যার ‘ওয়ানাক্রাই’ র‌্যানসামওয়্যারের বিস্তার ‘আপাতত’ ঠেকানোর উপায় খুঁজে বের করেছেন হংকংয়ের এক সাইবার নিরাপত্তা গবেষক।

টুইটারে ‘@ম্যালওয়্যারটেকব্লগ’ নামধারী এই গবেষক বার্তা সংস্থা এএফপি’কে জানান, আবিষ্কারটি দুর্ঘটনাবশত হলেও বেশ কার্যকর।

তিনি জানান, র‌্যানসামওয়্যার জাতীয় ম্যালওয়্যারটি যে নামের ডোমেইন ব্যবহার করছে, সেই নাম দিয়ে ডোমেইন রেজিস্টার করলে এর ছড়িয়ে পড়া ঠেকানো যাচ্ছে।

টুইটারে পাঠানো ব্যক্তিগত মেসেজে @ম্যালওয়্যারটেকব্লগ এএফপি’কে জানায়, মূলত হামলাকারীরা র‌্যানসামওয়্যার ছড়ানোর জন্য এমন সব ডোমেইন নেম ব্যবহার করছে যেগুলো রেজিস্টারড নয়। সেই ডোমেইন নেমগুলো রেজিস্টার করে ফেললেই ম্যালওয়্যারটির ছড়ানো বন্ধ হয়ে যাচ্ছে।

এ উপায়ে আপাতত বিশ্বব্যাপী হামলাকারী এই ম্যালওয়্যারের বিস্তৃতি ঠেকানো গেলেও কম্পিউটার ব্যবহারকারীদের যত দ্রুত সম্ভব তাদের অপারেটিং সিস্টেম আপডেট করার তাগাদা দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এই গবেষক।

তিনি বলেন, ‘সঙ্কট এখনো কাটেনি। তারা (হামলাকারীরা) যেকোন সময় কোড পাল্টে আবার আক্রমণের চেষ্টা চালাতে পারে।’

রেজিস্টারকৃত ডোমেইনটি বাতিল করার আগ পর্যন্ত ওই ডোমেইন থেকে কোনো ঝুঁকির সম্ভাবনা নেই। তবে এর মধ্যেই দ্রুত সম্ভব সিকিউরিটি প্যাচ দিয়ে সিস্টেম আপডেট করে নেয়ার পরামর্শ দেন এই গবেষক।

শনিবার বাংলাদেশ সময় ভোররাত পর্যন্ত বিশ্বের অন্তত ৯৯টি দেশে এই সাইবার হামলার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) তৈরি একটি সফটওয়্যার টুল দিয়েই করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এনএসএ’র ফাঁস হওয়া কিছু দলিলপত্রে পাওয়া কিছু প্রাযুক্তিক ত্রুটির সূত্র ধরে সাইবার হামলাটি করা হচ্ছে বলে ধারণা করছেন সাইবার বিশেষজ্ঞরা।

গত এপ্রিলে ‘শ্যাডো ব্রোকারস’ নামের একটি হ্যাকার গ্রুপ এই টুলগুলো হ্যাকিংয়ের মাধ্যমে চুরি করে অনলাইনে ছেড়ে দেয়ার দাবি করে।

হামলাকারীরা ‘র‍্যানসামওয়্যার’ জাতীয় এই টুল ছড়িয়ে হাজারো কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। এরপর সেই নিয়ন্ত্রণ ব্যবহারকারীদের ফিরিয়ে দিতে ডিজিটাল মুদ্রা বা ‘বিটকয়েনের’ মাধ্যমে তারা কম্পিউটার প্রতি ৩০০ ডলার করে দাবি করছে।

‘ওয়ানাক্রাই’সহ বিভিন্ন নামে ছড়িয়ে পড়ে কম্পিউটার দখল করছে এই র‌্যানসামওয়্যার।