চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা হচ্ছে

দেশের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়েই এ বছর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় পরিষদ। তবে সেই পরীক্ষা অনলাইনে বা অন্য কোনো পদ্ধতিতে হবে – তা পরে জানানো হবে।

শনিবার করোনাভাইরাসের উদ্ভুত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হওয়া না হওয়া নিয়ে উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদের সভা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

করোনাভাইরাস (কোভিড-১৯)পরিস্থিতিতে সম্প্রতি চলতি বছরের এইচএসসি পরীক্ষা বাতিল করে সরকার।

জেএসসি ও এসএসসির ফলাফলের গড়ের মাধ্যমে নির্ধারণ করা হবে এইচএসসির ফল। তারপর শুরু হবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা।

দেশের ৪৬টি সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩৯টিতে সরাসরি শিক্ষার্থী ভর্তি করা হয়।