চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিশ্বকাপ বাছাইয়ে ফিক্সিংয়ে অভিযুক্ত আমিরাতের দুই ক্রিকেটার

২০১৯ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত হয়েছেন আরব আমিরাতের দুই ক্রিকেটার মোহাম্মদ নাভিদ ও শায়মান আনোয়ার বাট। অভিযোগ প্রমাণিত হওয়ায় সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে তাদেরকে।

স্বাধীন দুর্নীতি দমন ট্রাইব্যুনালে প্রমাণ হয়েছে দুই ক্রিকেটারই দুটি করে অপরাধে জড়িয়েছেন। তাদের দুর্নীতির শাস্তি ঘোষণার আগ পর্যন্ত সাময়িক নিষিদ্ধ থাকবেন নাভিদ ও শায়মান। বিবৃতিতে এমন জানিয়েছে আইসিসি।

আইসিসির ২.১.১ ও ২.৪.৪ ধারা অনুযায়ী ফিক্সিংয়ে উৎসাহিত করা ও অপরাধ লুকানো এবং ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পরও তা কর্তৃপক্ষকে না জানানোয় আরব আমিরাতের সাবেক অধিনায়ক নাভিদ ও শায়মান আনোয়ার বাটকে অভিযুক্ত করে ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।

শুধু বিশ্বকাপ বাছাইয়েই নয়, নাভিদের বিরুদ্ধে আছে আরও এক অভিযোগ। ২০১৯ সালে টি-১০ লিগেও দুর্নীতির অভিযোগের প্রমাণ পাওয়া গেছে তার বিরুদ্ধে।