চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিশ্বকাপে যেতে এক জয় দূরে রোনালদোর পর্তুগাল

তুরস্ককে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রেখেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। প্লে-অফের ফাইনালে তাদের প্রতিপক্ষ ইতালিকে ১-০ গোলে হারিয়ে অঘটনের জন্ম দেয়া নর্থ মেসিডোনিয়া।

বৃহস্পতিবার রাতে এস্টাডিও ড্রাগাওতে হওয়া ম্যাচের ১২ মিনিটে রোনালদোর শট প্রতিহত করেন তুর্কি গোলরক্ষক।

তিন মিনিট পরই অবশ্য গোল পায় স্বাগতিকরা। বের্নার্দো সিলভার নেয়া শট পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলে ডান প্রান্তে থাকা ওটাভিওর শট গোলরক্ষকের হাতে লেগে জালে প্রবেশ করে। ৪২ মিনিটের মাথায় ওটাভিওর পাসে পাওয়া বল হেডে জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন ডিয়াগো জোতা।

৬৫ মিনিটে চেঙ্গিজ উন্ডারের বাড়ানো বল নিয়ে বাঁ পায়ের শটে গোল করে তুরস্কের হয়ে ব্যবধান কমান বুরাক ইলমাজ।

খেলার ৮৫ মিনিটে সমতা টানার সুবর্ণ সুযোগ নষ্ট করে তুরস্ক। পর্তুগিজ ডিফেন্ডার হোসে ফন্টে ডি-বক্সের ভেতর প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ফাউল করে বসেন। ভিএআরের সাহায্যে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। বুরাক ইলমাজের নেয়া স্পট কিক বারে লেগে ফিরে আসে।

এদিন নিজের ছায়া হয়ে থাকা রোনালদোর সামনে এসেছিল গোল পাওয়ার সুযোগ। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তার নেয়া ডান পায়ের শট প্রতিহত করেন গোলরক্ষক।

তুরস্কের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ম্যাথিউস নুনেস। রাফায়েল লিওর দ্রুতগতিতে বাড়ানো বল নিয়ে তিনি যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গোল করেন।