চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিশ্বকাপে নিরাপত্তায় বাংলাদেশি নারী

ব্রিস্টল থেকে: আইসিসি ক্রিকেট বিশ্বকাপে নিরাপত্তা দলে কাজ করছেন একজন বাংলাদেশি নারী। নাম রুবিনা ইয়াসমিন। প্রবাস জীবনে বেছে নিয়েছেন কঠিন ও চ্যালেঞ্জিং এ পেশা। ইস্ট লন্ডনের একটি সিকিউরিটি কোম্পানিতে কাজ করছেন। অফিসের অ্যাসাইনমেন্ট তাকে সুযোগ করে দিয়েছে বিশ্বকাপের মতো বড় মঞ্চে দায়িত্ব পালনের।

ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে রুবিনা ইয়াসমিনের কাজের পরিসর মিডিয়া সেন্টারের সামনেই। কথায় কথায় জানালেন, মানুষকে নিরাপত্তা দেয়ার কাজ কতটা কঠিন।

বিশ্বকাপের কাজে অবশ্য ভিন্নতা আছে। কখনও মাঠের বাইরে, কখনও ভেতরে। ওভালে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে দায়িত্ব পড়েছিল মাঠের ভেতর উইকেট পাহারা দেয়ার কাজে। পারফরম্যান্স খুব ভালো হলেই যেটি সম্ভব।

ধানমন্ডির মেয়ে রুবিনার ভালো লাগার বড় জায়গা ম্যাচ শেষে বাংলাদেশের খেলোয়াড়দের সঙ্গে কথা বলার সুযোগ। যে সুযোগ দেশে থাকতেও কখনও হয়নি তার। পেশার সাফল্যই এনে দিয়েছে সেই সুযোগ।