চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিশ্বকাপের জন্য ইরানের প্রাথমিক দল

রাশিয়া বিশ্বকাপের জন্য ৩৫ সদস্যের দল ঘোষণা করেছেন ইরান কোচ কার্লোস কুইরোজ।

ইরান নিজেদের ইতিহাসে এই প্রথম পরপর দুইবার বিশ্বকাপ খেলবে। দলে সুযোগ পেয়েছেন সর্বশেষ ২০১৪ বিশ্বকাপে মাঠে নামা স্টিভেন বেইতাসুর। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের অধিনায়ক ওমিড নোরাফকিনকেও সুযোগ দেয়া হয়েছে। দলে নতুন মুখ মাজিদ হোসেইনি।

ইরান দল

গোলরক্ষক: আলীরেজা বেরানভান্ড, সেইদ হোসেইন হোসেইনি, রশিদ মাজাহেরি, আমির আবেদজাদেহ।

ডিফেন্ডার: রামিন রেজায়েন, ভোরিয়া ঘাফৌরি, স্টিভেন বেতাসুর, সেইদ জালাল হোসেইনি, মোহাম্মদ রেজা খানজাদেহ, মোর্ত্তেজা পৌরালিগাঞ্জি, মোহাম্মদ আনসারি, পেজম্যান মোন্তাজেরি, সেইদ মাজিদ হোসেইনি, মিলাদ মোহাম্মাদি, ওমিদ নোরাফকান, সায়েদ আঘাই, রুজবেহ চেসমি।

মিডফিল্ডার: সায়েদ এজাতোলাহি, মাসুদ সোজাই, আহমদ আব্দুলাহজাদেহ, সামান ঘোড্ডুস, মাহদি তোরাবি, আসকান দেজাগাহ, ওমিড ইব্রাহিমি, এসান হাজাফি, আলী করিমি, সোরৌস রাফেই, আলী ঘোলিজাদেহ, ভাহিদ আমিরি।

ফরওয়ার্ড: আলীরেজা জাহানবাখস, করিম আনসারিফার্ড, মাহদি তেরেমি, সর্দার আজমৌন, রেজা ঘুচাননেইজাহদ, কাভেহ রেজাই।