চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বিলুপ্ত ছিটমহলবাসীর জন্য ব্যাংকারদের অঙ্গীকার

বিলুপ্ত ছিটমহল এলাকাগুলোতে আড়াই কোটি টাকার সহায়তা দিয়েছে ব্যাংকগুলো। পঞ্চগড়ের দহলা খাগড়াবাড়ীতে বাংলাদেশ ব্যাংক গভর্নর উপকারভোগীদের হাতে সহায়তার অর্থ তুলে দেন। অপেক্ষাকৃত কম সুদে জামানতবিহীন ঋণ দেয়ার অঙ্গীকার করেছেন ব্যাংকাররা।

বিলুপ্ত হওয়া ১শ’ ১১টি ছিটমহল এলাকার বাসিন্দারা এখন অন্য নাগরিকদের মতোই সুবিধা পাচ্ছেন। তবে ৬৮ বছর ধরে শিক্ষা, স্বাস্থ্যসহ মৌলিক চাহিদাগুলোর মতো ব্যাংকিং সুবিধাও পাননি। এরই মধ্যে অবশ্য কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। শুরু হয়েছে সড়ক যোগাযোগসহ অবকাঠামো উন্নয়নও। দেশজুড়ে আর্থিক অন্তর্ভুক্তির মিছিলে বিলুপ্ত ছিটমহলের বাসিন্দাদের শামিল করতে তাই বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগ।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান বলেন,‘ শুধু বিত্তশালীদের জন্য নয়, ব্যাংকে জনস্বার্থে অর্থাৎ সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে’।

বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীরা মাঠে এসেছেন গভর্নরের সঙ্গে। তাদেরও ধন্যবাদ জানান তিনি।

গভর্নর বলেন,‘ সবাই বলেন ব্যাংকাররা বৃষ্টি আসলে ছাতা বন্ধ করে দেন, কিন্তু আমি দেখছি ব্যাংকাররা এগিয়ে আসছেন’।

লোক দেখানো নয় সামনের দিনে এ এলাকার মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যাংকারদের।

গভর্নর ও ব্যাংকারদের আশ্বাসে সুখের দিনের স্বপ্ন দেখছেন ছিটের বাসিন্দাদের।

ছিটমহলের বাসিন্দাদের অর্থনীতির মূলধারায় যুক্ত করতে এরই মধ্যে কৃষি এবং এসএমই বিভাগকে বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।