চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এয়ারলাইন্স বুকিং আরও বৃদ্ধি পেয়েছে যুক্তরাজ্যে

যুক্তরাজ্যের লকডাউন কীভাবে শিথিল করা যায় তার রোড ম্যাপ ঘোষণা করার পর পরই দেশটিতে বিমানে বুকিং আরও বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের এয়ারলাইন্স। 

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ১২ এপ্রিলের মধ্যে আন্তর্জাতিক ভ্রমণে কিভাবে স্বাভাবিকভাবে ফিরতে হবে সে সম্পর্কে একটি বৈশ্বিক ভ্রমণ টাস্কফোর্স  প্রতিবেদন পেশ করা হবে।

তারপরই সরকার আন্তর্জাতিক ভ্রমণে সীমাবদ্ধতা সরিয়ে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে। তবে ১৭ মে আগে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে না বলেও জানিয়েছে প্রধানমন্ত্রী।

যুক্তরাজ্যের বিমান সংস্থাগুলো জানিয়েছে, লকডাউন শিথিলের সিদ্ধান্তের পর গ্রীষ্ম উপভোগ করতে এরই মধ্যে গ্রীস, তুরস্কে ভ্রমণের বুকিং বাড়ছে।

এয়ারলাইন্সের কর্মকর্তা থমাস কুক বলেছিলেন, সোমবার সকাল থেকেই বিমান বুকিং এর ট্যাফিক ১০০ শতাংশের মতো ছিলো। এর মধ্যে সবচেয়ে বেশি বুকিং দেওয়া হয়েছে গ্রীস, সাইপ্রাস, মেক্সিকো এবং ডোমিনিকান রিপাবলিকের মতো দেশগুলি।

এর আগে প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ‘সরকার নিষেধাজ্ঞা তুলে নেয়ার ক্ষেত্রে ‘সতর্ক’ থাকবে।

এখন ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ হচ্ছে ৮ মার্চ থেকে স্কুল পুনরায় চালু করা। এরপর সরকার অপ্রয়োজনীয় দোকানপাট এবং তারপর পাব, বার-রেস্তোরাঁসমূহ খুলে দেবে।’