চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিমানবন্দর থেকে ব্লগার গ্রেফতার

মহানবী হযরত মোহাম্মদ (সা.)’কে নিয়ে কটূক্তি করার অভিযোগে আসাদুজ্জামান নূর (আসাদ নূর) নামে এক ব্লগারকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।

সোমবার রাতে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে নেপাল যাওয়ার পথে ইমিগ্রেশন চ্যানেল পার হওয়ার সময় তাকে সনাক্ত করে গ্রেফতার করা হয়।

পরে বরগুনার আমতলী থানায় তথ্যপ্রযুক্তি আইনে করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ জানায়, আসাদ নূরের বিরুদ্ধে গত ১১ জানুয়ারি হজরত মোহাম্মদ (স.) এর বিরুদ্ধে কটূক্তির অভিযোগে একটি মামলা করা হয়েছে। মামলার বাদী ইসলামী আন্দোলন বাংলাদেশের আমতলী শাখার সভাপতি মুফতি ওমর ফারুক।

পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) জানিয়েছে, এই মামলার আসামি আসাদ নূর কয়েকদিন আগে ভারতে আত্মগোপনে ছিলেন। তখন আমতলী থানা পুলিশ ইমিগ্রেশন পুলিশকে মামলার বিষয়টি অবগত করে। ইমিগ্রেশনে তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়।