চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘বিভিন্ন ইস্যুতে’ বিদেশি কূটনীতিকদের সঙ্গে বিএনপি-ঐক্যফ্রন্টের বৈঠক

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডাসহ কয়েকটি দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি ও ঐক্যফ্রন্ট নেতারা। বৈঠক শেষে ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন জানিয়েছেন সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে তাদের সঙ্গে কথা হয়েছে।

বিরোধী কণ্ঠ রোধ করা হচ্ছে বলে অভিযোগ করেছন জাসদ সভাপতি আ. স. ম. আব্দুর রব।

গত নির্বাচনের আগে পরে বেশ কয়েক দফাই কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন ঐক্যফ্রন্ট ও বিএনপি নেতারা। তাদের অভিযোগকে নালিশ হিসেবেই আখ্যা দেয় সরকারি দল। বুধবার সকাল ১০টার দিকে গুলশানে ড. আব্দুল মঈন খানের বাসায় মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ কয়েকটি দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন বিরোধী জোট নেতারা।

বৈঠক শেষ হওয়ার পরেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বৈঠকের বিষয়ে কোনো কথাই বলেননি।

অবশ্য কথা বলেছেন ঐক্যফ্রন্টের নেতারা। তবে তাদের অভিযোগের ভিত্তিতে কূটনীতিকরা কী বলেছেন সে বিষয়ে কেউ কোনো কথা বলেননি।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: