চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিপিএলের ট্রফি নিয়ে মেট্রোরেলে ফটোসেশন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের ফাইনাল মাঠে গড়াবে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায়। তার আগে ট্রফি নিয়ে মেট্রোরেলের উত্তরা স্টেশনে হাজির হন সিলেট স্ট্রাইকার্সের মুশফিকুর রহিম ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস।

ফাইনালের আগে ট্রফি হাতে নিয়ে সাধারণত দুই দলের অধিনায়ক ফটোসেশন করেন। সিলেট অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ব্যক্তিগত ব্যস্ততার কারণে থাকতে পারেননি। দলটির সিনিয়র ক্রিকেটার মুশফিক ফটোসেশনে অংশ নেন।

যানজটের নগরীতে মেট্রোরেল এক স্বস্তির নাম। আধুনিক এ বৈদ্যুতিক রেলে চড়লেন ক্রিকেটাররা। আইকনিক স্থান উত্তরা দিয়াবাড়িতে হয়ে গেল বিপিএল ফাইনালের ফটোসেশনও।

বিষয়টি বেশ সাড়া ফেলেছে মানুষের মধ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুতই ছড়িয়ে পড়েছে মুশফিক-ইমরুলের মেট্রোরেল ভ্রমণের ছবি। ঢাকা শহরের গর্ব মেট্রোরেলকে বিশ্বের কাছে তুলে ধরার জন্য এরচেয়ে ভালো উপলক্ষ আর কী হতে পারে!

নানা সীমাবদ্ধতা নিয়ে এবার বিপিএল মাঠে গড়ালেও প্লে-অফের হাড্ডাহাড্ডি লড়াই জমিয়ে তুলেছে আসরটি। হাই-ভোল্টেজ ফাইনালে চারবারের চ্যাম্পিয়ন অধিনায়ক মাশরাফীর সিলেটের প্রতিপক্ষ এবার তিনবারের চ্যাম্পিয়ন কুমিল্লা।