চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিদায়ের আগে বোল্টের বার্তা‌

বর্ণময় ক্যারিয়ারের ইতি টানবেন লন্ডনে। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার ও রিলেতে নামবেন উসাইন বোল্ট। শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়নশিপ। চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত জ্যামাইকান কিংবদন্তি। তারই ফাঁকে অ্যাথলেটদের জন্য বার্তা দিয়েছেন বোল্ট।

জ্যামাইকান বিদ্যুতের উপদেশ, ‘‌ডোপ নিও না। তাহলে অ্যাথলেটিক্সটাই মরে যাবে। সারাবিশ্বে ডোপ কাণ্ড ছেয়ে গেছে। অনেক অ্যাথলেটই নির্বাসনে রয়েছেন। খেলাটাকে স্বচ্ছ থাকতে দিন।’‌

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

রিও অলিম্পিকের আগে ডোপ কাণ্ডে ফেঁসে রাশিয়ার অ্যাথলেটরা নির্বাসনে। বিশ্ব চ্যাম্পিয়নশিপেও তারা নামতে পারছেন না। বোল্টের কথায়, ‘‌রাশিয়ার অ্যাথলেটদের কথাই ধরুন। নির্বাসনে যেতে হল অনেককেই। সেকারণেই আমার আবেদন ডোপ করবেন না।’‌

বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারের ফাইনাল আগামী শনিবার। ওই দিনই রিলে ফাইনাল। অর্থাৎ, বোল্ট শেষবারের মতো ট্র‌্যাকে সম্ভবত নামবেন শনিবারই।

জেতার ব্যাপারে পুরো আত্মবিশ্বাসী বোল্ট বলেন, ‘‌আমি এখনও বিশ্বের দ্রুততম। শেষবার ১০০ মিটার দৌড়েছি ৯.‌৯৫ সেকেন্ডে। তাই বিদায় নিলেও আমার রেকর্ড ভেঙে দেয়ার মতো কাউকে দেখতে পাচ্ছি না। অন্তত ১০ বছর অক্ষত থাকবে আমার রেকর্ড।’