চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিতর্ক এড়াতে স্বেচ্ছায় ‘দাবাং থ্রি’র গানের দৃশ্য বাদ

সালমান খানের ‘দাবাং-থ্রি’র টাইটেল গান ‘হুড় হুড় দাবাং’ দর্শকের মাঝে সাড়া ফেললেও বিতর্ক সৃষ্টি করেছে। তবে বিতর্ক সৃষ্টি হয়েছে এমন কিছু দৃশ্য ইতোমধ্যেই বাদ দিয়ে দেয়া হয়েছে গান থেকে।

কর্তৃপক্ষ জানিয়েছে, স্বেচ্ছায় এই দৃশ্যগুলো সরিয়ে ফেলা হয়েছে, কোনো চাপে নয়।

‘দাবাং থ্রি’ এর অফিশিয়াল টুইটারে বলা হয়েছে, ‘সবার অনুভূতির কথা ভেবে আমরা ‘হুড় হুড় দাবাং’ গানের কিছু দৃশ্য স্বেচ্ছায় বদলে দিয়েছি।’

হুড় হুড় দাবাং’ গানটি নিয়ে আপত্তি তুলেছিল হিন্দু জনজাগ্রুতি সমিতি। তারা দাবি করছে, এই ছবিটির গানটি হিন্দু ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত দেয়া হয়েছে।

মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের হিন্দু জাগৃতি সমিতির সম্পাদক সুনীল গানওয়াত এর কথায় ‘হুড় হুড় দাবাং’ গানে সালমান সাধুদের সঙ্গে অশালীন ভঙ্গিতে নেচেছেন। এতে ভারতীয় ধর্ম ও সংস্কৃতির অবমাননা হচ্ছে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন এমন দৃশ্য যেন সেন্সর ছাড়পত্র না পায়।

২০ ডিসেম্বর সালমান খান ফিল্মস ও আরবাজ খান প্রোডাকশন্সের ব্যানারে মুক্তি পাবে ‘দাবাং থ্রি’। ছবিটি পরিচালনা করেছেন প্রভুদেবা।