চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বিজয় দিবসে জাবিতে ‘বীরশ্রেষ্ঠ ক্রিকেট টুর্নামেন্ট’

দিবস উপলক্ষ্যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বীরশ্রেষ্ঠ কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০১৭’।

বিজয় দিবসকে সামনে রেখে বিজয়ের মাসে হলের ৪৩তম আবর্তনের শিক্ষার্থীরা এই ক্রিকেট আসরের আয়োজন করছে।

টুর্নামেন্টের আয়োজক কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাতজন বীরশ্রেষ্ঠর নামে সাতটি এবং ‘বিজয় একাত্তর’ নামে একটিসহ মোট আটটি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।

নবনির্মিত রবীন্দ্রনাথ ঠাকুর হলে আয়োজিত তিন দিনব্যাপী এই ক্রিকেট টুর্নামেন্ট সকলের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আয়োজকরা মনে করছেন।

আগামী ১১ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় টুর্নামেন্টের উদ্বোধন করবেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. অসিত বরন পাল। উদ্বোধনী ম্যচে বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ মোস্তফা কামাল একাদশ ও বীরশ্রেষ্ঠ শহীদ মুন্সি আব্দুর রউফ একাদশ প্রতিদ্বন্দ্বিতা করবে।

১৩ ডিসেম্বর ফাইনাল খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।