চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিজ্ঞানের পক্ষে র‌্যালিতে ট্রাম্প বিরোধী বিক্ষোভ

বিজ্ঞানের বিরুদ্ধে রাজনৈতিক অপতৎপরতা রুখতে ধরিত্রী দিবসে বিশ্বের বিভিন্ন দেশে পদযাত্রা করেছেন বিজ্ঞানী ও বিজ্ঞানমনস্ক মানুষ।

এতে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলনে, রাজনীতিকরা বৈজ্ঞানিক সত্যকে অবজ্ঞা করে নিজেদের স্বার্থ হাসিলে ব্যস্ত। যুক্তরাষ্ট্রে এই আয়োজনে বার বার ঘুরে-ফিরে এসেছে বৈশ্বিক উষ্ণায়নকে অস্বীকার করা তবে এক্ষত্রে এসছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম।

‘মার্চ ফর সায়েন্স’ অর্থাৎ বিজ্ঞানের জন্য পদযাত্রা। প্রথমবারের মতো বিশ্বজুড়ে এই আয়োজনে অংশ নেন লাখো মানুষ।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি-তে মূল আয়োজন হলেও, র‌্যালি হয়েছে নিউইয়র্ক, বোস্টন, লস অ্যাঞ্জেলেস এবং শিকাগোতে। নানা স্লোগানে ডোনাল্ড ট্রাম্পসহ পরিবেশ বিরোধী রাজনীতিবিদদের নীতির সমালোচনা করেন অংশগ্রহণকারীরা।

আয়োজকদের দাবি, ট্রাম্পবিরোধী নয়; বরং বিজ্ঞানকে এগিয়ে নেয়াই তাদের উদ্দেশ্য।

জার্মানি ও অস্ট্রিয়াতে পদযাত্রায় যোগ দেন হাজারো মানুষ। লন্ডনে বিজ্ঞানী ও বিজ্ঞানমনস্করা সায়েন্স মিউজিয়াম থেকে পার্লামেন্ট স্কয়ার পর্যন্ত র‌্যালি করেন। অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে প্ল্যাকার্ড ও ব্যানার হাতে র‌্যালি করেছেন হাজারো মানুষ।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: