চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিআরটিসিতে দুর্নীতির জঞ্জাল রয়েছে: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন: বিআরটিসিতে দুর্নীতির জঞ্জাল রয়েছে। বিআরটিসিকে লাভবান করতে হবে এবং দুর্নীতিবাজদের বাদ দিতে হবে।

মঙ্গলবার রাজধানীর বিআরটিসির প্রধান কার্যালয়ে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন ওবায়দুল কাদের।

নতুন মেয়াদে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী হওয়ার পর ওবায়দুল কাদের প্রথমবারের মতো পরিদর্শনে আসেন রাজধানীর বিআরটিসি ভবনে। মতবিনিময় সভায় কর্মকর্তাদের মন্ত্রী বলেন: বিআরটিসিতে নতুন এগার শ’ গাড়ি আসবে। এগুলো যাতে আগের মতো আবার নষ্ট হয়ে না যায় সেজন্য কঠোর হতে হবে।

এসময় বিএনপি মহাসচিবের প্রশংসা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন: তিনি তার রাজনৈতিক বক্তব্য হিসেবে বিএনপি মহাসচিবের পদত্যাগের কথা বলেছিলেন।

ওবায়দুল কাদের বলেন: তিনি মনে করেন, বিএনপি ভুলের কাদায় ডুবে আছে। আর আওয়ামী লীগ যদি বিএনপির অবস্থানে থাকতো তাহলে অবশ্যই উপজেলা নির্বাচনে অংশ নিতো।